SSKM-এ ছাত্রীর উদ্দেশে কটূক্তি, কর্তৃপক্ষকে জানালে হস্টেল থেকে না বেরনোর নিদান! বিতর্ক তুঙ্গে
SSKM: চিকিৎসক ছাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে কর্তৃপক্ষের নিদানে তুমুল বিতর্ক। কর্তৃপক্ষ নিদান দিল, ‘বহিরাগত'দের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ছাত্রীদের হস্টেলের বাইরে না বেরনোর পরামর্শ!

কলকাতা: ফের সরকারি মেডিক্যাল কলেজে প্রশ্নের মুখে চিকিৎসক ছাত্রীদের নিরাপত্তা! এসএসকেএমে চিকিৎসক ছাত্রীদের উদ্দেশ্যে অশ্লীল মন্তব্যের অভিযোগ। হাসপাতাল চত্বরে অবাধে ‘বহিরাগত’দের মাদক সেবন! TV9 বাংলার হাতে ঘটনার ভাইরাল ভিডিয়ো।
চিকিৎসক ছাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে কর্তৃপক্ষের নিদানে তুমুল বিতর্ক। কর্তৃপক্ষ নিদান দিল, ‘বহিরাগত’দের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ছাত্রীদের হস্টেলের বাইরে না বেরনোর পরামর্শ! ছাত্রীদের গ্রুপে হস্টেল ওয়ার্ডেন উল্লেখও করে দিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমেই এমন নির্দেশ। নির্দেশিকা মধ্যযুগীয়, কর্তৃপক্ষের সমালোচনা এসএসকেএম WBJDF’এর।
শনিবার একটি ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে হাসপাতাল চত্বরে প্রচুর মানুষের জমায়েত হয়। তাঁদের একাংশ রাস্তার ওপরে বসেই মাদক সেবন করছিলেন বলে অভিযোগ। হস্টেল থেকে এক পড়ুয়া ছাত্রী বেরোতেই অশ্লীল অঙ্গভঙ্গি করা হয় বলে অভিযোগ। ছাত্রীর বক্তব্য, তিনি ওয়ার্ডেন গোটা বিষয়টি জানান। তখনই ওয়ার্ডেন ছাত্রীকে বিশেষ দরকার ছাড়া হস্টেলের বাইরে না বেরনোর পরামর্শ দেন বলে অভিযোগ।
আরজি কর কাণ্ডের পর সুপ্রিম কোর্টের নির্দেশে সরকারি হাসপাতালে পড়ুয়া-চিকিৎসকদের নিরাপত্তায় টাস্ক ফোর্স গঠন করা হয়। এই ঘটনার পর সেই টাস্ক ফোর্সের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে।
চিকিৎসক পড়ুয়ার বক্তব্য, “হস্টেলের গেটের বাইরে বসেই কয়েকজন মাদন সেবন করছিলেন। নিরাপত্তাহীনতায় ভোগে ছাত্রছাত্রীরা। হস্টেল কর্তৃপক্ষ উল্টে আমাদের বাইরে বেরোতে না বলে দেন। পুলিশ প্রশাসন কর্তৃপক্ষ সবই আছে, তারমধ্যেও এসব ঘটছে।”
WBJDF-এর সদস্য বিপ্রেশ চট্টোপাধ্যায় বলেন, “তিলোত্তমা পর্বে যে কারণে আমাদের আন্দোলন, এতদিন পরে এসে দেখা যায়, কোনও বদলই হয়নি। সেই আবহে একই জায়গায় রয়েছে। মধ্যযুগীয় মানসিকতা! ওয়ার্ডেন বলছেন, ঘরে থাকো, এদিকে, বহিরাগতদের কন্ট্রোল করার কোনও পদক্ষেপই করা হচ্ছে না।”

