Student Protest: ‘মহিলা পুলিশ ছাড়াই ওরা মেয়েদের গাড়িতে তুলছে’, বামেদের ছাত্র বিক্ষোভে রণক্ষেত্র করুণাময়ী

Bikash Bhawan: বিক্ষোভকারীদের একটাই দাবি, এবার স্কুল-কলেজ খুলতে হবে।

Student Protest: 'মহিলা পুলিশ ছাড়াই ওরা মেয়েদের গাড়িতে তুলছে', বামেদের ছাত্র বিক্ষোভে রণক্ষেত্র করুণাময়ী
বিকাশ ভবনের সামনে বাম ছাত্র সংগঠনের বিক্ষোভ। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 04, 2021 | 4:48 PM

কলকাতা: বিকাশ ভবনের সামনে বাম ছাত্র সংগঠনের বিক্ষোভ। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই উত্তাল হয়ে উঠল এলাকা। সোমবার দুপুরে এই ঘটনা নিয়ে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। বিক্ষোভকারীদের একটাই দাবি, এবার স্কুল-কলেজ খুলতে হবে। এদিন সেই দাবি নিয়ে বিকাশ ভবন অভিযানে নামে তাঁরা। এদিকে বিকাশ ভবনের ঠিক মুখেই করুণাময়ীর মোড়ে গার্ড রেল আগলে বিশাল পুলিশ বাহিনী দাঁড়িয়ে ছিল। মিছিল এগোতেই বাধা পড়ে। এরপরই শুরু হয় নাছোড় পড়ুয়াদের সঙ্গে ধস্তাধস্তি। পুলিশ রীতিমতে টেনে হিঁচড়ে গাড়িতে তোলে বিক্ষোভকারীদের।

প্রিজন ভ্যান থেকে এক আন্দোলনকারী অভিযোগ তোলেন, “আমাদের অগণতান্ত্রিক ভাবে এখানে রাজ্য পুলিশ গ্রেফতার করছে। মহিলা পুলিশ ছাড়াই মেয়েদের টেনে গাড়িতে তুলছে ওরা। আমরা তো সাধারণ একটা দাবিতে আন্দোলন করছি। আমরা চাই স্কুল কলেজ খোলা হোক। এতে তো রাজনীতি নেই। তারপরও পুলিশ গায়ে হাত তুলছে। মেয়েদের মারছে।”

এদিনের বিকাশ ভবন অভিযানে অংশ নেয় এসএফআই SFI), এআইএসএ (AISA), আরএসএফ (RSF), ডিএসও (DSO)-এর মতো বাম ছাত্র সংগঠনগুলি। মিছিল থেকে স্লোগান ওঠে, ‘যাদবপুর পথে নেমেছে, পুলিশ তুমি হুঁশিয়ার’। বিক্ষোভকারীদের অভিযোগ, শপিংমল, সিনেমাহল সব খুলে গেল, অথচ লোকাল ট্রেন চলল না। আর শিক্ষার যে মৌলিক অধিকার, তা আটকে রইল। এখনও অবধি ক্যাম্পাস পর্যন্ত খোলা হল না।

এক বিক্ষোভকারী জানান, “আমাদের দাবি খুব স্পষ্ট। ছ’মাস হতে আমরা লড়াই করে আমরা টিকাকরণেরব দাবিটা ছিনিয়ে আনতে পেরেছি বটে। কিন্তু এখনও রাজ্য সরকার ফর্মালি কোনও অর্ডার দিয়ে জানায়নি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় কবে খুলবে। আমরা চাই শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে। উনি ভাল ভাবে কথা বললে ভাল। না হলে আমরা আঙুল বেঁকাতে জানি।”

এদিকে এই বিক্ষোভ কর্মসূচি নিয়ে আগাম বার্তা বিধাননগর পুলিশের কাছে ছিল। এরপরই তারা সবরকম শক্তি দিয়ে এই ছাত্র আন্দোলনকে প্রতিহত করতে ময়দানে নামে। সেন্ট্রাল পার্কের সামনে থেকে বিরাট চত্বরজুড়ে গার্ড রেল দিয়ে পথ আটকে দেওয়া হয়। সঙ্গে পর্যাপ্ত পুলিশ বাহিনীও সেখানে ছিল।

এদিকে ছাত্ররা সেই অবরোধ প্রতিহত করতে এলে তুলকালাম বাধে। প্রথম থেকেই ছাত্ররা হুঁশিয়ারি দিয়ে রেখেছিল, প্রয়োজনে ব্যারিকেড ভাঙবে তাঁরা। সেই মতোই সর্বশক্তি দিয়ে তাঁরাও পাল্টা ঝাঁপায়। এরপরই তুমুল ধস্তাধস্তি শুরু হয়। বিক্ষোভকারীরা পুলিশের বাধা ঠেলে এগোতে চাইলে টানা হেঁচড়াও শুরু হয় বলে অভিযোগ। এরপরই বেশ কয়েকজন ছাত্র ছাত্রীকে প্রিজন ভ্য়ানে টেনে তোলা হয়।

আরও পড়ুন: Mamata Banerjee: এবার মমতার শপথপাঠ নিয়ে তৈরি হল জটিলতা, রাজভবন থেকে আসছে না সবুজ সঙ্কেত

আরও পড়ুন: Left Front: শান্তিপুরে ‘হোঁচট’, বাকি তিন কেন্দ্রে উপনির্বাচনের প্রস্তুতি শুরু বামেদের