Shreya Pandey: মানিকতলায় অনেকটাই এগিয়ে সুপ্তি, এখনও কি আক্ষেপ আছে শ্রেয়ার?
Shreya Pandey: এদিন সকাল থেকে গণনাকেন্দ্রে মায়ের সঙ্গেই দেখা গেল শ্রেয়াকে। সবুজ শাড়ি পরে তিনি বললেন, 'বাবাকে আজ খুব মিস করছি।' তবে মায়ের জন্য খুশি বলে জানিয়েছেন তিনি।
কলকাতা: সাধন পাণ্ডের মৃত্যর পর থেকেই ময়দানে দেখা গিয়েছে মেয়ে শ্রেয়া পাণ্ডেকে। রাজনৈতিক অনুষ্ঠানই হোক বা এলাকার সমস্যা সমাধান, সব ক্ষেত্রেই যেন বাবার বিকল্প হয়ে উঠছিলেন শ্রেয়া। উপ নির্বাচনে প্রার্থী হিসেবে তাঁর নাম নিয়ে জল্পনা থাকলেও সুপ্তি পাণ্ডেকেই টিকিট দেয় তৃণমূল। প্রার্থীর নাম ঘোষণার পর শ্রেয়ার আক্ষেপ সামনে আসতে শুরু করেছিল। আজ, শনিবার কয়েক রাউন্ড গণনার পর বেশ অনেকটাই এগিয়ে গিয়েছেন সুপ্তি পাণ্ডে। এখনও কি আক্ষেপ আছে শ্রেয়ার?
এদিন সকাল থেকে গণনাকেন্দ্রে মায়ের সঙ্গেই দেখা গেল শ্রেয়াকে। সবুজ শাড়ি পরে তিনি বললেন, ‘বাবাকে আজ খুব মিস করছি।’ তবে মায়ের জন্য খুশি বলে জানিয়েছেন তিনি। শ্রেয়া বলেন, “মা তো বাবার ব্যাক সাপোর্ট ছিলেন। আমার মা অনেক সুন্দরভাবে কাজ করবেন।”
প্রার্থী না হওয়ার আক্ষেপ আছে কি না, সেই প্রশ্নে আর গুরুত্ব দিতে রাজি নন শ্রেয়া। তিনি উল্লেখ করেন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মায়ের বন্ধু। তাঁকেই বেছে নিয়েছেন মমতা। তাঁর সিদ্ধান্ত নিয়ে কিছু বলতে চান না শ্রেয়া। তিনি বলেন, “মায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের একটা আদরের সম্পর্ক আছে। ওঁরা যখন কথা বলেন, আমি খুব এনজয় করি। মনে হয় মুখ্যমন্ত্রী নন, দুই বন্ধুর গল্প হচ্ছে।”
তবে মা জিতে গেলে শ্রেয়ার কি কাজ কমে যাবে? সেটা অবশ্য মানতে নারাজ শ্রেয়া। তিনি জানিয়েছেন, বাবার মৃত্যুর পর থেকে তিনি কাজ করেন। এবার থেকে মা যতটুকু বলবেন, ততটুকুই কাজ করবেন শ্রেয়া।