AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

YouTuber Jyoti Malhotra: ব্যারাকপুরের বিখ্যাত বিরিয়ানি জয়েন্টেও গিয়েছিলেন জ্যোতি মালহোত্রা, শেওড়াফুলি-লিলুয়া, সব ঘুরে গিয়েছেন মাস তিনেক আগেই

YouTuber Jyoti Malhotra: পাক চর সন্দেহে গ্রেফতার করা হয়েছে জ্য়োতিরানি মালহোত্রাকে। ২০২৩ সালে পাকিস্তানে গিয়েছিলেন তিনি। অভিযোগ, ISI এজেন্টের সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল।

YouTuber Jyoti Malhotra: ব্যারাকপুরের বিখ্যাত বিরিয়ানি জয়েন্টেও গিয়েছিলেন জ্যোতি মালহোত্রা, শেওড়াফুলি-লিলুয়া, সব ঘুরে গিয়েছেন মাস তিনেক আগেই
জ্যোতির সঙ্গে সৌমিতImage Credit source: ভিডিয়ো থেকে প্রাপ্ত ছবি
Follow Us:
| Updated on: May 19, 2025 | 3:44 PM

সুপ্রিয় গুহ ও রক্তিম দাসের রিপোর্ট

কলকাতা: একবার নয়, একাধিকবার কলকাতায় এসেছিলেন জ্যোতিরানি মালহোত্রা। শুধুমাত্র কলকাতাতেই নয়, উত্তরবঙ্গ থেকে শুরু করে নদিয়ার বিভিন্ন জায়গায় গিয়েছিলেন জ্যোতি। নদিয়ার সীমান্তবর্তী এলাকাতেও গিয়েছিলেন বলে জানা যাচ্ছে। উত্তরবঙ্গের চিকেনস নেক অঞ্চল, অসম সীমান্তের জয়গাঁ, করোনেশন ব্রিজেও গিয়েছিল জ্যোতি। জ্য়োতির কলকাতা সফরের সময় তাঁর সঙ্গী ছিলেন বাংলার ট্রাভেল ব্লগার সৌমিত ভট্টাচার্য। জ্যোতি সম্পর্কে কী জানতেন তিনি? কোথায় কোথায় গিয়েছিলেন একসঙ্গে?

পাক গুপ্তচর সন্দেহে জ্যোতিরানিকে গ্রেফতার করা হয়েছে সম্প্রতি। চলছে তদন্ত। পাকিস্তানেও গিয়েছিলেন তিনি। সেই জ্যোতি মালহোত্রার পোস্ট করা ভিডিয়োতেই দেখা গিয়েছে সৌমিত ভট্টাচার্কে। TV9 বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল সেই সৌমিতের সঙ্গে। বর্তমানে আন্দামানে রয়েছে তিনি। ফোনে এক্সক্লুসিভলি TV9 বাংলাকে সৌমিত জানান, জ্যোতির সঙ্গে তাঁর আলাপ হয়েছিল অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের সময়। উদ্বোধনের এক সপ্তাহ আগে সৌমিত ভ্লগ করতে গিয়েছিলেন অযোধ্যায়। সেখানেই প্রথম তাঁর আলাপ হয় জ্যোতির সঙ্গে। সেই সূত্রেই কলকাতায় এসে সৌমিতের সঙ্গে যোগাযোগ করেছিলেন জ্যোতি।

জানা গিয়েছে, কলকাতায় নামার পর জ্যোতি গিয়েছিলেন ব্যারাকপুরের নামী বিরিয়ানি জয়েন্টে। সেখানে জ্যোতি ও সৌমিত একসঙ্গে খাওয়া-দাওয়া করেন। মাত্র তিন মাস আগেও জ্যোতিরানি কলকাতায় এসেছিলেন। তাঁর সঙ্গে দেখা করতে হাওড়া স্টেশনে হাজির হয়েছিলেন সৌমিত ভট্টাচার্য। সৌমিতের সঙ্গেই জ্যোতি পৌঁছে গিয়েছিলেন ব্যারাকপুরে। সেখানেই বিরিয়ানি খান তাঁরা।

ফোনে সৌমিত আরও জানিয়েছেন, বিরিয়ানি খেয়ে ব্যারাকপুর থেকে লঞ্চে করে তিনি ও জ্যোতি গিয়েছিলেন শেড়াফুলি ঘাটে। সেখান থেকে ট্রেনে চেপে তাঁরা লিলুয়ায় যায়। সেখানেই ছিল আর এক ট্রাভেল ভ্লগার মোহিতের বিয়ের অনুষ্ঠান। সেই বিয়ের ভিডিয়োও ভ্লগ হিসেবে পোস্ট করেন জ্যোতি। নবদম্পতির সঙ্গে নাচে মেতে উঠেছিলেন জ্যোতি।

একসঙ্গে ঘুরলেও জ্যোতির ব্যাপারে আর কিছু জানতেন না বলেই জানিয়েছেন সৌমিত। তিনি জানান, আগে যদি জানতেন জ্যোতি সঙ্গে পাকিস্তানের কোনও যোগ আছে, তাহলে তিনি কোনওদিন তাঁকে কলকাতায় ঢুকতে দিতেন না। তবে কলকাতা ও আশপাশের অঞ্চলের কোনও গুরুত্বপূর্ণ তথ্য পড়শিদেশে জ্যোতি পাচার করেননি তো! সেটা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।