Suvendu-Mithun in Tripura: ভোটমুখী ত্রিপুরায় কাল প্রচার শুভেন্দুর, বাঙালি ভাবাবেগে শান দিতে যাচ্ছেন মিঠুনও

Bengal BJP: শুধু শুভেন্দুই নয়, বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তীও যাচ্ছেন ত্রিপুরায়। ত্রিপুরার একাধিক জায়গায় পৃথক পৃথক কর্মসূচিতে যোগ দেবেন বিজেপির দুই মহারথী।

Suvendu-Mithun in Tripura: ভোটমুখী ত্রিপুরায় কাল প্রচার শুভেন্দুর, বাঙালি ভাবাবেগে শান দিতে যাচ্ছেন মিঠুনও
ত্রিপুরায় যাচ্ছেন শুভেন্দু-মিঠুন
Follow Us:
| Edited By: | Updated on: Jan 09, 2023 | 11:22 PM

কলকাতা ও আগরতলা: রাজ্যে পঞ্চায়েত ভোটের হাজারো ব্যস্ততা। কিন্তু তার মধ্যেও পড়শি রাজ্যের জন্য সময় বের করে নিচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সামনে ত্রিপুরার বিধানসভা নির্বাচন (Tripura Elections 2023) রয়েছে। যদিও সেই ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে পদ্ম শিবিরের প্রস্তুতি তুঙ্গে ত্রিপুরায়। ইতিমধ্যেই সেখানে ‘বিজয় সংকল্প সভা’, ‘জন বিশ্বাস যাত্রা’র মতো কর্মসূচি শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। ভোটের দামামা বাজিয়ে ত্রিপুরায় ঘুরে ঘুরে জনসভা করছেন সেখানকার মুখ্যমন্ত্রী মানিক সাহাও। আর এবার পড়শি এই বাঙালি রাজ্যে ভোটের মুখে সভা করতে যাচ্ছেন শুভেন্দু অধিকারীও। শুধু শুভেন্দুই নয়, বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তীও যাচ্ছেন ত্রিপুরায়। ত্রিপুরার একাধিক জায়াগায় পৃথক পৃথক কর্মসূচিতে যোগ দেবেন বিজেপির দুই মহারথী।

মঙ্গলবার সকাল ৯টায় আগরতলা বিমানবন্দরে পৌঁছে যাবেন শুভেন্দু অধিকারী। এরপর ঠাসা কর্মসূচি। প্রাতঃরাশ সেরে সোজা চলে যাবেন গোমতী জেলায়। সেখানে বাগমায় ‘বিজয় সংকল্প সভা’য় পড়শি রাজ্যের দলীয় কর্মী ও সমর্থকদের চাঙ্গা করতে ভোকাল টনিক দেবেন নন্দীগ্রামের বিধায়ক। এরপর চলে যাবেন চারিলামে। সেখানে ‘জন বিশ্বাস যাত্রা’য় পা মেলাবেন শুভেন্দু। তারপর বিশালগড়ে আরও একটি ‘জন বিশ্বাস যাত্রা’য় অংশগ্রহণের কথা রয়েছে তাঁর।

শুভেন্দু অবশ্য ঠাসা কর্মসূচি শেষে আগামিকালই সন্ধেয় ফিরে আসবেন বাংলায়। আর আগামিকাল সন্ধেয় সেখানে পৌঁছে যাচ্ছেন বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী। মঙ্গলবার ত্রিপুরায় রাত্রিবাসের পর বুধবার সকালে তেলিয়ামুড়ায় একটি ‘বিজয় সংকল্প সভায়’ বক্তৃতা দেবেন তিনি। এরপর বিকেলে ত্রিপুরার মজলিসপুরে একটি জন বিশ্বাস যাত্রাতেও অংশ নেওয়ার কথা রয়েছে মিঠুনের।

প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনে হাই ভোল্টেজ নন্দীগ্রাম থেকে খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিধায়ক হয়েছেন শুভেন্দু অধিকারী। হয়েছেন বঙ্গ বিধানসভার বিরোধী দলনেতাও। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের যথেষ্ট ভরসার পাত্র তিনি। এবার তাই পড়শি রাজ্যেও ভোটের আগে ডাক পড়েছে শুভেন্দুদের।