Suvendu Adhikari: বাংলার ভোটে বায়োমেট্রিক? বড় দাবি শুভেন্দুর

Suvendu Adhikari: একদিন আগেই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সুর চড়াতে দেখা যায় মমতাকে। তাঁর কথায়, “সব জেলাতেই এমন কেস আছে। সব হরিয়ানার বাসিন্দায় ভর্তি। ভোটার লিস্টে নাম ঢুকিয়ে দিয়েছে। এইসব করে দিল্লি-মহারাষ্ট্রকে হারিয়েছে। ওরা এই খেলাটা ধরতে পারেনি। আমরা ধরেছি।”

Suvendu Adhikari: বাংলার ভোটে বায়োমেট্রিক? বড় দাবি শুভেন্দুর
শুভেন্দু অধিকারী Image Credit source: TV9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Feb 28, 2025 | 8:36 PM

কলকাতা: ‘পশ্চিমবঙ্গে ভূতুড়ে ভোট তুলেছে তৃণমূল কংগ্রেস’, জালি ভোটার নিয়ে যখন সুর চড়াচ্ছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই আবহে এই বিস্ফোরক মন্তব্য করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখানেই শেষ নয়, ভূতুড়ে ভোটারদের দাপট ঠেকাতে এক্কেবারে বায়োমেট্রিক পদ্ধতিতে ভোটের দাবিও তুলে দিলেন। তা নিয়েই এখন চর্চা বঙ্গ রাজনীতিক অলিতেগলিতে। শুভেন্দুর দাবি, বাংলার বুকে ভূতুড়ে ভোটারের সংখ্যা বৃদ্ধির পিছনে হাত রয়েছে বাংলার শাসকদলেরই। টানেন রোহিঙ্গা প্রসঙ্গও। 

এদিন সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, “পশ্চিমবঙ্গে ভূতুড়ে ভোট তুলেছে তৃণমূল কংগ্রেস। রোহিঙ্গা মুসলমান অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নাম তুলছে তৃণমূল কংগ্রেস। ৯টা সীমান্তবর্তী জেলাতে ভুয়ো ভোটারের নাম তুলছে তৃণমূল। তাই আধার এবং এপিক লিঙ্ক করে রেশন দোকানের মতো বায়োমেট্রিক মেশিন দিয়ে পশ্চিমবঙ্গের নির্বাচন করতে হবে। এটা জনগনের দাবি।” এদিকে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করেছে সব রাজনৈতিক দলই। ক্ষমতা ধরে রাখতে মরিয়া তৃণমূল। ক্ষমতায় আসতে কোনও কসরতই বাকি রাখছে না বিজেপি। এমতাবস্থায় এবারের ভোটে ভূতুড়ে ভোটারের খবর নতুন করে শোরগোল তুলছে। যা দেখে রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের মত, আসন্ন বিধানসভা নির্বাচনে বড় ইস্যু হতে চলেছে এই ভূতুড়ে ভোটারের দল। 

একদিন আগেই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সুর চড়াতে দেখা যায় মমতাকে। তাঁর কথায়, “সব জেলাতেই এমন কেস আছে। সব হরিয়ানার বাসিন্দায় ভর্তি। ভোটার লিস্টে নাম ঢুকিয়ে দিয়েছে। এইসব করে দিল্লি-মহারাষ্ট্রকে হারিয়েছে। ওরা এই খেলাটা ধরতে পারেনি। আমরা ধরেছি।” ভোটার লিস্টে কোনওরকম কারচুপি ঠেকাতে তৈরি হয়েছে তৃণমূলের বিশেষ কমিটি। ইতিমধ্যেই কাজও শুরু করে দিয়েছে তাঁরা। চিন্তা বেড়েছে নির্বাচন কমিশনেরও। জেলা প্রশাসনের কাছে এ বিষয়ে আরও সতর্ক থাকার নির্দেশও এসেছে।