Suvendu Adhikari: ‘আমি আমার জীবনে দুটো শব্দ মেনে চলি’, চাকরিহারাদের সঙ্গে রাতজাগার কথা বললেন শুভেন্দুর
Suvendu Adhikari: চাকরিহারাদের বিকাশভবন অভিযান ঘিরে বৃহস্পতিবার দিনভর উত্তপ্ত ছিল করুণাময়ী চত্বর। প্রথমে চাকরিহারাদের বিকাশভবন ‘দখল’, তারপর সেখানে সব্যসাচী দত্তের অনুগামীদের হুজ্জুতি, সন্ধ্যায় বিকাশভবনের কর্মীদের বাইরে বেরোতে না দিয়ে আন্দোলন-বিক্ষোভ, শেষমেশের পুলিশি ‘লাঠিচার্জ’- গোটা বিষয়ে তপ্ত হয়েছে পরিস্থিতি।

কলকাতা: বিকাশভবনে আন্দোলনরত চাকিরাহারাদের সঙ্গে রাতজাগার কথা বললেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বললেন, “দুটো শব্দ, সহ্য আর ধৈর্য্য। আমি আমার জীবনে দুটো শব্দ মেনে চলি। মাঝে মাঝে আসব। একদিন রাত্রি যাপন করব আপনাদের সঙ্গে।”
চাকরিহারাদের বিকাশভবন অভিযান ঘিরে বৃহস্পতিবার দিনভর উত্তপ্ত ছিল করুণাময়ী চত্বর। প্রথমে চাকরিহারাদের বিকাশভবন ‘দখল’, তারপর সেখানে সব্যসাচী দত্তের অনুগামীদের হুজ্জুতি, সন্ধ্যায় বিকাশভবনের কর্মীদের বাইরে বেরোতে না দিয়ে আন্দোলন-বিক্ষোভ, শেষমেশের পুলিশি ‘লাঠিচার্জ’- গোটা বিষয়ে তপ্ত হয়েছে পরিস্থিতি।
এখনও বিকাশভবনে অবস্থানে রয়েছেন চাকরিহারারা। তাঁদের দাবি স্পষ্ট, কোনও মূল্যেই তাঁরা নতুন করে পরীক্ষায় বসবেন না। যোগ্য-অযোগ্যদের তালিকা সুস্পষ্টভাবে সামনে আনতে হবে। সঙ্গে রাজ্য সরকার যে রিভিউ পিটিশন করেছে, সেটা সম্পর্কেও চাকরিহারাদের আলোকপাত করতে হবে। এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে সদর্থক কোনও উত্তর মেলেনি। উল্টে চাকরিহারাদের ওপর লাঠিচার্জের ঘটনায় পরিস্থিতি আরও তপ্ত হয়ে উঠেছে।
এই অবস্থায় চাকরিহারাদের সঙ্গে দেখা করতে করুণাময়ী যান শুভেন্দু অধিকারী। চাকরিহারাদের এই আন্দোলনের পাশে তিনি আছেন, সে কথা পরিস্কার করে জানান। শুভেন্দু বলেন, “বিরোধী দলনেতা মানে একটা পোস্ট যতক্ষণ না তাঁকে কেউ নমিনেট করে। বর্ণ, ধর্ম না ভেবে পাশে দাঁড়ানো আমার কাজ।” সঙ্গে তিনি এও বলেন, “আপনাদের দাবির যুক্তিসংগত আছে তাহলে আপনাদের দাবিকে সমর্থন করব। সহযোগিতা করে মন থেকে আছি। মুখে নয়, মন থেকেই আছি।”
উল্লেখ্য, দীর্ঘদিন আন্দোলনের পর জয় হয়েছে ডিএ আন্দোলনকারীদের। সরকারি কর্মীদের হয়ে লড়াই করেছে কর্মচারী পরিষদ। এক্ষেত্রেও চাকরিহারাদের শুভেন্দু বললেন, “আমরা যদি মনে করি অন্যায় হচ্ছে, আপনাদের দাবির যুক্তিসঙ্গত আছে, তাহলে আপনাদের দাবিকে সমর্থন করব। সহযোগিতা করে মন থেকে আছি। মুখে নয়।” দীর্ঘদিনের ডিএ লড়াই যে সার্থক, তার দৃষ্টান্ত দিয়েই আরও বেশি ধৈর্য্য ধরার পরামর্শ দিলেন শুভেন্দু।





