AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: ধর্মঘটকে সমর্থন জানিয়ে ফের কি বাম-বিজেপি সমঝোতা উস্কে দিলেন শুভেন্দু!

Suvendu Adhikari: রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাগরদিঘির উপনির্বাচনে বাম-কংগ্রেস জোটের জয়ের পরই বিজেপির রণকৌশলে কিছুটা হলেও পরিবর্তন এসেছে। জেলা ও বুথ স্তরের কর্মী সমর্থকদের মধ্যে সাংগঠনিক স্তরে 'সার্কুলার' বিলি করতে শুরু করেছেন নেতৃত্ব।

Suvendu Adhikari: ধর্মঘটকে সমর্থন জানিয়ে ফের কি বাম-বিজেপি সমঝোতা উস্কে দিলেন শুভেন্দু!
শুভেন্দু অধিকারী।
| Edited By: | Updated on: Mar 09, 2023 | 4:44 PM
Share

কলকাতা: ডিএ-এর দাবিতে কর্মচারীদের একাংশের ডাকা ধর্মঘটের পাশে থাকার বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বাম বিজেপি সমঝোতার বিতর্ক উস্কে দিচ্ছে। নন্দ কুমার মডেলের তত্ত্ব উঠে আসছে। বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী বলেন, “বিজেপি, বাম এবং কংগ্রেসের বিরোধী। এ নিয়ে কোনও সন্দেহ নেই। তবে তৃণমূলকে যেভাবে হারাতে পারা যায়, সেই অনুযায়ী নিজেদের মধ্যে সমঝোতা করছে মানুষ।” বাম কর্মচারীদের দাবি ন্যায় সঙ্গত বলেও এদিন মন্তব্য করেন শুভেন্দু । তাঁদের ধর্মঘটে পাশে থাকার বার্তা দিয়েছে বিজেপি সমর্থিত সরকারি কর্মচারি পরিষদ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাম-বিজেপি জোট হতে প্রথম দেখছিল নন্দকুমার সমবায় নির্বাচনে। সেই জোটে তৃণমূলকে হারালে পরবর্তীতে সমবায় নির্বাচনগুলিতে তেমন সাফাল্য পায়নি। তবে, বাম-কংগ্রেস জোটের সঙ্গে বিজেপি পরোক্ষ সমর্থন রাজ্য রাজনীতিতে অন্য মাত্রা নিয়েছে। সাগরদিঘির উপনির্বাচনেও বাম-কংগ্রেস জোটকে পরোক্ষকভাবে সমর্থন করতে দেখা গিয়েছে। শুভেন্দু বলেছিলেন, “আদর্শগতভাবে বাম-কংগ্রেসের সঙ্গে জোট বাঁধা সম্ভব নয়। কিন্তু আমাদের সবার উচিত নো ভোট টু মমতা বলা। তারপর মানুষ ঠিক করবেন, তাঁরা বিজেপিকে ক্ষমতায় আনবেন না অন্য কাউকে।” সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর জয়লাভের পরই তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা দিয়েছিলেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা।

রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, বিজেপির শীর্ষ নেতৃত্ব বিলক্ষণ বুঝতে পারছেন বাম-কংগ্রেস নেতৃত্বও কোনও হাত মেলানোর পথে হাঁটবেন না। তবে কী কারণে এমন বার্তা? রাজনৈতিক অভিজ্ঞরা মনে করছেন, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তৃণমূল বিরোধী জোট গড়তে চাইছে বিরোধী দল। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “আমরা তো বলি ই ওরা সব এক , এটাই আবার প্রমাণিত হল। বাম পদ্ম হাত, সব একসঙ্গে মিলালেও, মানুষ করে দেবে কুপোকাত। একটা আসনে জিতে এত আনন্দ করার কিছু নেই।”