Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari On Murshidabad: ১০০ কোটি টাকার হিন্দুদের সম্পত্তি নষ্ট যারা করেছে, তাদের নামের তালিকা প্রস্তুত, দাবি শুভেন্দুর

Suvendu Adhikari On Murshidabad: শুভেন্দু অধিকারী দাবি করলেন, "১০০ কোটি টাকার হিন্দুদের প্রপার্টি নষ্ট করা হয়েছে।" আর কারা এই সম্পত্তি নষ্ট করেছে, তাদের নামের তালিকাও প্রস্তুত রয়েছে, তদন্তের পর সেই তালিকা ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হবে বলেও শুভেন্দু জানালেন।

Suvendu Adhikari On Murshidabad: ১০০ কোটি টাকার হিন্দুদের সম্পত্তি নষ্ট যারা করেছে, তাদের নামের তালিকা প্রস্তুত, দাবি শুভেন্দুর
মুর্শিদাবাদের অশান্তি কারা করেছে, নামের তালিকা প্রস্তুত_ শুভেন্দুImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 14, 2025 | 2:52 PM

কলকাতা: গত তিন চার দিন ধরে অগ্নিগর্ভ পরিস্থিতি মুর্শিদাবাদ। ভেঙেছে একাধিক বাড়ি, পুড়েছে বহু দোকান। বেপরোয়া লুঠপাটের অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদের সুতি, সামসেরগঞ্জ, ধূলিয়ান, জঙ্গিপুর মারাত্মকভাবে উত্তপ্ত হয়ে ওঠে। এলাকার মানুষ গঙ্গা পেরিয়ে মালদহে আশ্রয় নিতে শুরু করেছেন। এই পরিস্থিতি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করলেন, “১০০ কোটি টাকার হিন্দুদের প্রপার্টি নষ্ট করা হয়েছে।” আর কারা এই সম্পত্তি নষ্ট করেছে, তাদের নামের তালিকাও প্রস্তুত রয়েছে, তদন্তের পর সেই তালিকা ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হবে বলেও শুভেন্দু জানালেন।

শুভেন্দু বলেন, “ঠিক বাংলাদেশ স্টাইলে ভাঙচুর, লুঠপাট চলেছে।  আমরা এটাকে ছাড়ব না, এটা একটা বড় ইস্যু। ওই এলাকায় আমরা তালিকা করছি। আমরা রোডম্যাপ তৈরি করেছি, ছাড়ব না আমরা। হয়তো আনসারুল বাংলা জামাত থাকবে নাহলে হিন্দুস্তানিরা থাকবে।”

শুভেন্দুর হুঙ্কার, “এটাই শেষ লড়াই। সুদেআসলে হিসাব আমরা তুলব। ৬০০ জনের ছবি তালিকা তৈরি করেছি আমরা। তদন্ত হোক, সেই তালিকা ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হবে।”

মুর্শিদাবাদের পরিস্থিতি এখন থমথমে। আগেই আদালতেই নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছিল। তারপর পরিস্থিতি বুঝে বাড়ানো হয় বাড়িনী। শুভেন্দুর কথায়, “বিএসএফের সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ড, সল্টলেক থেকে ডেল্টা-কোবরা বাহিনী মোতায়েন হয়েছে। মুর্শিদাবাদ থেকে আরেকটাও ইটের আওয়াজ পাবেন না।” তবে এই অশান্তিতে এনআইএ তদন্তের দাবিও জানিয়েছেন শুভেন্দু।