Suvendu Adhikari: ‘স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করুক কমিশন’, মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে কমিশনকে চিঠি শুভেন্দুর

Election Commission: বিজেপির দাবি, আদতে এভাবে হুমকি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবিধানিক প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর অভিযোগ, বুথ লেভেল অফিসারদের ভয় দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী।

Suvendu Adhikari: স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করুক কমিশন, মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে কমিশনকে চিঠি শুভেন্দুর
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 29, 2025 | 1:24 PM

কলকাতা: বৈধ ভোটারদের নাম যাতে বাদ না যায়, বিএলও-দের বারবার সেই বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআরে প্রতিবেশী রাজ্য বিহারে প্রায় ৬৪ লক্ষ নাম বাদ যাওয়ার পর বীরভূমের সভা থেকে কড়া বার্তা দিয়েছেন মমতা। বলেছেন, ‘একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে দামাম বাজাব।’ নাম না করে বিজেপির এজেন্সি বলে তোপ দেগেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। আর সেই মন্তব্য নিয়েই সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বিজেপির দাবি, আদতে এভাবে হুমকি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবিধানিক প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর অভিযোগ, বুথ লেভেল অফিসারদের ভয় দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী। স্বতন্ত্র সংস্থাকে চ্যালেঞ্জ করছেন। এটা গণতন্ত্রের উপর আঘাত। অফিসারদের উপর চাপ সৃষ্টি করা হলে ভোট হবে কীভাবে! প্রশ্ন তুলেছেন শুভেন্দু। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করুক কমিশন।

সোশ্যাল মিডিয়ায় সেই চিঠি পোস্ট করেছেন শুভেন্দু। সাংবাদিক বৈঠকেও সুর চড়ান তিনি। তাঁর দাবি, বিভিন্ন জায়গায় বিডিও, এসডিও-রা তৃণমূল ক্যাডারদের বিএলও করেছেন। এমনকী ২৬ হাজার চাকরিহারাদেরও মধ্যে থেকেও কোথাও কোথাও বিএলও হিসেবে নিয়োগ করা হচ্ছে বলেও সন্দেহ প্রকাশ শুভেন্দুর।

সোমবারের সভায় কেন ১০০০ কর্মীকে ট্রেনিং-এ পাঠানো হল, সেই প্রশ্নও তুলেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্য়ায় সরকারি কর্মীদের সরাসরি বলেছেন, “এবার থেকে কোনও নির্দেশ এলে, আমাদের জানাবেন। না জানিয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না।” আধিকারিকরা বিজেপির ভয়ে কাজ করছে, এমন কথাও বলেছেন মুখ্যমন্ত্রী।