কলকাতা: খড়্গপুরে রাস্তা উদ্বোধনে গিয়ে বিক্ষোভকারী মহিলাদের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন দিলীপ ঘোষ। বচসার সময় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে বিতর্ক বাধে। সরব হয় তৃণমূল। সেই বিতর্কে এবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাশে পেলেন দিলীপ ঘোষ। দলের প্রাক্তন রাজ্য সভাপতিকে সমর্থন জানিয়ে নিউটনের তৃতীয় সূত্র টেনে আনলেন শুভেন্দু। একইসঙ্গে বললেন, দিলীপ ঘোষ যা করেছেন, ঠিক করেছেন।
গত শুক্রবার খড়্গপুরের ৬ নম্বর ওয়ার্ডে একটি রাস্তার উদ্বোধনে গিয়েছিলেন দিলীপ ঘোষ। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান মহিলারা। সেইসময় দিলীপ বলেন, “টাকা দিয়েছি। কারও বাপের টাকা নয়। আমি টাকা দিয়ে রাস্তা বানিয়েছি।” তখন এক মহিলা বলেন, বাপ তুলে কেন কথা বলছেন? পাল্টা দিলীপ বলেন, “চোদ্দপুরুষ তুলব। বেশি ন্যাকামি করবে না।”
এই ঘটনায় দিলীপের বিরুদ্ধে সরব হয় তৃণমূল। তবে নিজের মন্তব্যে অনড় থাকেন দিলীপ। তৃণমূলই এই বিক্ষোভ করিয়েছে বলে তাঁর দাবি। তিনি বলেন, “তৃণমূল যদি মনে করে এই রাজনীতি খড়গপুরে শুরু করবে তাহলে বাড়িতে ঢুকে মারব। নাহলে বাড়ি থেকে টেনে এনে চৌরাস্তায় মারব।”
খড়্গপুরের এই ঘটনাতেই দিলীপের পাশে দাঁড়িয়েছেন শুভেন্দু। দিলীপকে সমর্থন করে তিনি বলেন, “এটাই নিউটন বলে গিয়েছেন। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। যা করেছে, ঠিক করেছে। যেখানে করবে, সেখানে একইরকমভাবে বিজেপির নেতা-কর্মী-বিধায়ক-সাংসদরা উত্তর দেবে।”
এরপরই তিনি বলেন, “উনি ওখানে সাংসদ ছিলেন। তাঁর সাংসদ তহবিলের টাকায় রাস্তা হয়েছে। সেই কাজ দেখতে যাওয়ার পিছনে অন্যায় কোথায়? ওই ২ জন মহিলা তৃণমূলের পরিচিত লোক। তাঁরা সেখানে যাবেন কেন? তাঁরা সেখানে যে আচরণ করেছেন, তার প্রত্যত্তুরে যেটা হয়েছে, সেটা শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের সবাই সমর্থন করছে।”
শুভেন্দুর এই মন্তব্যই অফিস অব দিলীপ ঘোষ নামে সোশ্যাল মিডিয়ার একটি অ্যাকাউন্ট থেকে তুলে ধরা হয়েছে।