Suvendu Adhikari: শমীককে দেখতে হাসপাতালে শুভেন্দু, বেরিয়ে বললেন…

Samik Bhattacharya admitted in hospital: শমীককে দেখে হাসপাতাল থেকে বেরিয়ে শুভেন্দু বলেন, "ওঁর সঙ্গে কথা বলেছি। শারীরিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিলাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, মাননীয় শমীকবাবু দ্রুত সুস্থ হয়ে উঠুন।" বুধবার বিজেপির রাজ্য সভাপতিকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে বলে জানা গিয়েছে।

Suvendu Adhikari: শমীককে দেখতে হাসপাতালে শুভেন্দু, বেরিয়ে বললেন...
শমীক ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে শুভেন্দু অধিকারীImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Oct 14, 2025 | 10:11 PM

কলকাতা: অসুস্থ রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। মঙ্গলবার তাঁকে দেখতে হাসপাতালে যান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য বিজেপির সভাপতির শারীরিক অবস্থার খোঁজ নেন। শমীকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে। এদিনই তাঁকে ছেড়ে দেওয়ার কথা ছিল। তবে আরও একদিন পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

এদিন শমীক ভট্টাচার্যকে দেখে হাসপাতাল থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “ওঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। ওঁর সঙ্গে কথা বলেছি। শারীরিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিলাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, মাননীয় শমীকবাবু দ্রুত সুস্থ হয়ে উঠুন।”

বিজেপি সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন জ্বর নিয়ে দলীয় কর্মসূচিতে যোগ দিচ্ছিলেন শমীক। ওষুধ খাচ্ছিলেন। তাতে জ্বর কমেনি। সোমবার সকালে দুর্বলতা অনুভব করেন। তখনই বাইপাসের ধারে এই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

গতকাল বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা হয়। কোথাও কোনও সমস্যা ধরা পড়েনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, মঙ্গলবার হাসপাতাল থেকে তাঁকে ছাড়া হতে পারে। এদিন অবশ্য হাসপাতাল থেকে ছাড়া পাননি বিজেপির রাজ্য সভাপতি। চিকিৎসকরা আরও একদিন পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেন। আগামিকাল (বুধবার) তাঁকে ছাড়া হতে পারে বলে জানা গিয়েছে। তাঁর মঙ্গলবারের হুগলির কর্মসূচি স্বাভাবিকভাবেই বাতিল হয়েছে। তিনি দলীয় কর্মসূচিতে কবে থেকে যোগ দেবেন, তা নিয়েও এখনও কিছু জানা যায়নি। তবে জ্বর নিয়েও তিনি যেভাবে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়েছিলেন, তাতে হাসপাতাল থেকে ছাড়া পেলে দ্রুতই দলের কর্মসূচিতে যোগ দেবেন বলে বিজেপি নেতৃত্ব মনে করছে।