Teachers Meeting: হাইকোর্টে মামলা লড়ে চাকরি পেয়েছিলেন প্রিয়াঙ্কা, মমতার সভায় ঢুকতেই পারলেন না
Teachers Meeting: মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের আগে তুমুল অশান্তির পরিস্থিতি তৈরি হয়। কারা যোগ্য়, কারা ঢুকতে পারবেন না, তা নিয়েই তৈরি হয় চরম বিভ্রান্তি।

কলকাতা: গান্ধীমূর্তির পাদদেশে যাঁরা দিনের পর দিন রোদ-জল মাথায় নিয়ে চাকরির জন্য আন্দোলন করেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম প্রিয়াঙ্কা সাউ। অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাইকোর্টের বিচারপতি থাকাকালীন, তাঁর বেঞ্চে মামলা করে চাকরি পেয়েছিলেন তিনি। আন্দোলনের অন্যতম মুখ হিসেবে প্রিয়াঙ্কার কথা মনে আছে অনেকেরই। সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁরও চাকরি গিয়েছে। সোমবার নেতাজি ইন্ডোরের সামনে পৌঁছলেও মুখ্যমন্ত্রীর মিটিং-এ ঢুকতে পারলেন না তিনি।
সিঙ্গল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চের অর্ডারে চাকরিতে ঢুকেছিলেন প্রিয়াঙ্কা সাউ। সোমবার তাঁর হাতে নেই পাস। যোগ্যদের হাতেই এদিনের বৈঠকের পাস ছিল কি না, তা নিয়ে বিতর্ক তৈরি হয়। আর সেই তালিকা থেকে বাদ পড়েন প্রিয়াঙ্কা।
তিনি বলেন, “নিজে যোগ্য হয়ে, কোর্ট অর্ডারে চাকরিতে যোগ দেওয়ার পরও আমার কাছে পাস নেই। আমি পাস পাইনি। সুতরাং আমি ঢুকতে পারব না।” তাঁর প্রশ্ন, যদি কোনও যোগ্য পাস পেয়ে থাকে, তাহলে কি ঢুকতে পারবে না? কোন সিস্টেমে এটা হল?
কারা এই পাস দিল, তাও জানেন না প্রিয়াঙ্কা। তিনি জানান, তাঁর কোনও দল নেই। তিনি একা মামলা করে চাকরি পেয়েছিলেন, তাই পাসের কথা তিনি জানেন না। প্রিয়াঙ্কা স্পষ্ট বলেন, “অযোগ্যরাই হয়ত ভিতরে ভিড় করবে। আমি যোগ্য হয়েও বাড়ি ফিরে যাব।”





