Tej Pratap Expelled: ‘প্রেম-পোস্ট’-কাণ্ডে দল-পরিবার থেকে বিতাড়িত তেজ! দাদার-কীর্তি দেখে কী বললেন ভাই তেজস্বী?
Tejashwi Yadav on Tej Pratap Expel: রবিবার, তেজ প্রতাপকে 'দায়িত্বজ্ঞানহীন' ও পারিবারিক মর্যাদা ক্ষুণ্ণ করার অভিযোগে দল থেকে ছয় বছরের জন্য বহিষ্কার করলেন আরজেডি প্রধান লালু। শুধু দল থেকেই বহিষ্কার নয়। তাকে পরিবার থেকে ত্যাজ্য করে ছেড়েছেন তিনি।

কলকাতা: ‘আমরাও এটা ঠিক মনে করি না’, কলকাতায় এসে দাদার প্রেম পোস্ট নিয়ে এমনটাই বললেন ভাই তেজস্বী যাদব। বিহারের অলিতেগলিতে, চায়ের ঠেকে এখন মুচমুচে চর্চার প্রসঙ্গ হয়ে উঠেছেন হাসানপুরের RJD বিধায়ক তেজ প্রতাপ যাদব।
তাঁর পরিচয় শুধু একজন জনপ্রতিনিধি হিসাবেই নয়। বরং, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের বড় ছেলে হিসাবেও। কিন্তু কী এমন পোস্ট করে চর্চার কেন্দ্রে চলে এলেন তেজ? শনিবার সোশ্য়াল মিডিয়ায় হঠাৎ করেই ভাইরাল হয়ে যায় তাঁর একটি পোস্ট। যেখানে দেখা যায়, একটি মহিলার পাশে বসে রয়েছে তেজ প্রতাপ। আর সেই ছবির ক্যাপশনে লেখা, ‘আমি তেজ প্রতাপ যাদব। আমার পাশে এই মহিলা অনুষ্কা যাদব। আমাদের ১২ বছরের সম্পর্ক। আমরা একে অপরকে ভালবাসি।’
ছেলের ‘যুগান্তরী’ প্রেমের খবর পেয়েছেন বাবা লালু প্রসাদ যাদবও। আর তারপরেই কড়া পদক্ষেপ। রবিবার, তেজ প্রতাপকে ‘দায়িত্বজ্ঞানহীন’ ও পারিবারিক মর্যাদা ক্ষুণ্ণ করার অভিযোগে দল থেকে ছয় বছরের জন্য বহিষ্কার করলেন আরজেডি প্রধান লালু। শুধু দল থেকেই বহিষ্কার নয়। তাকে পরিবার থেকে ত্যাজ্য করে ছেড়েছেন তিনি।
বিহারের যাদব পরিবারে যখন একটা ‘প্রেম-পোস্ট’ ঘিরে তৈরি হয়েছে অশান্তি। সেই সময়ই কলকাতা এলেন লালুর আরেক পুত্র তেজস্বী যাদব। দাদাকে দল থেকে বহিষ্কার করার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমারও এই ধরনের কাজকর্ম ঠিক মনে হয় না। রাজনীতি ও ব্যক্তিগত জীবন আলাদা। উনি আমার দাদা। উনি নিজের ব্যক্তিগত জীবনে কী সিদ্ধান্ত নেবেন তা নিয়ে আমি বলার কেউ নই। উনি বড়। তাই যা ঠিক মনে করবেন তাই করবেন।’

