Weather Update: ‘স্বাভাবিক’ মাত্রা ছাড়িয়ে চড়ছে পারদ, ফেব্রুয়ারিতেই গলদঘর্ম কলকাতা
Weather Update: বেলা বাড়লেই অস্বস্তি বাড়বে। এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।
কলকাতা: শীতের বিদায় বুঝে উঠতে না উঠতেই একেবার গলদঘর্ম অবস্থা রাজ্যবাসীর। ফেব্রুয়ারি পড়ার পর থেকেই শীতের লুকোচুরি শুরু হয়েছিল এবার। আর বছরের দ্বিতীয় মাসের মাঝামাঝিতেই গরমের দাপট বাংলায়। ৩৪ ডিগ্রির ওপরে উঠে গেল কলকাতার (Kolkata) তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট (Weather Report) অনুযায়ী, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। বাঁকুড়ায় তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৩৭.৩ ডিগ্রিতে, যা স্বাভাবিকের থেকে সাত ডিগ্রি বেশি। ৩৬.৭ ডিগ্রিতে পৌঁছেছে আসানসোলের তাপমাত্রা।
ফ্যান-এসির সঙ্গে খাপ খাওয়াতে না খাওয়াতেই এমন অবস্থা হওয়ায় শারীরিক অস্বস্তিও বেড়েছে। তবে আপাতত এই গরমের হাত থেকে নিস্তার নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। বেলা বাড়লেই অস্বস্তি বাড়বে। এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। অর্থাৎ প্যাচপ্যাচে গরমেই ফের অভ্যস্ত হয়ে যেতে হবে। ইতিমধ্যেই সেই আঁচ পাচ্ছেন রাজ্যের মানুষ।
হাওয়া অফিসের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দক্ষিণবঙ্গের বাতাসে সেরকম জলীয় বাষ্পের উপস্থিতি নেই। ফলে বৃষ্টির কোনও সম্ভাবনাও নেই। আবহাওয়া শুষ্ক থাকবে বলেই জানিয়েছেন তিনি।
তবে উত্তরবঙ্গে এখনই অস্বস্তি নয়। উত্তরবঙ্গের বাতাসে রয়েছে জলীয় বাষ্প। ফলে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক হলেও উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে তাপমাত্রা কমবে না আপাতত। উত্তর থেকেও বিদায় নিচ্ছে শীত। সুতরাং, সোয়েটার, লেপ সরিয়ে ফেলুন আর শীতের জন্য বছর শেষের অপেক্ষা করুন।