চাকরিরত ব্যাচেলর? কোভিশিল্ডের দুটি ডোজ়প্রাপ্ত? পেতে পারেন অঙ্কে এমএসসি সুন্দরী পাত্রী
অবাক হলেন? ভাবছেন সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিচ্ছি? জানুন আসল তথ্য
কলকাতা: পাত্রীর বয়স ২৪, উচ্চতা ৫’৪”। অঙ্কে স্নাতকোত্তর। সুশ্রী, শ্যামবর্ণ পাত্রীর জন্য কাম্য ২৮-৩০ মধ্যে বয়সী স্নাতকোত্তর পাত্র। রসিক, বইপ্রেমী হওয়ার পাশাপাশি পাত্রের কিন্তু থাকতে হবে আরও একটি ‘গুণ’! তবে এটাকে গুণ বললে কতটা সঠিক হবে জানি না, বলা ভালো এটাই ম্যান্ডেটরি! করোনার দুটি টিকাই নিয়ে থাকতে হবে তাঁকে এবং অবশ্যই ভাবে তা হতে হবে কোভিশিল্ড। কারণ পাত্রী কোভিশিল্ডের দুটি ডোজ়প্রাপ্ত।
অবাক হলেন? ভাবছেন সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিচ্ছি? না, কাগজে ইতিমধ্যেই এখন ভাইরাল বিজ্ঞাপন (Viral Matrimony Add)। সুন্দরী শিক্ষিতা রুচিশীলা, গৃহকর্মে নিপুণা পাত্রী! একমাত্র কন্যার জন্য ভদ্র, সভ্য, রুচিশীল, পিছুটান হীন, সরকারি চাকুরে, ডাক্তার, ইঞ্জিনিয়ার পাত্রের চাহিদা কিন্তু এখন পিছু হটেছে। এখন অভিভাবকরা দেখে নিতে চাইছেন পাত্র কিংবা পাত্রী আদৌ করোনার টিকা নিয়েছেন তো? নিলে কোভিশিল্ড নাকি কোভ্যাক্সিন?
অনেকেই চাইছেন, একই টিকার প্রাপকদের সঙ্গে সন্তানের বিয়ে দিতে। যাতে পরবর্তী প্রজন্ম আরও বেশি স্বাস্থ্যকর হয়! নাহ! এহেন কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই বটে তবে ধারণা বাসা বেঁধেছে এমন অনেক অভিভাবকেরই মনে। আর ম্যাট্রিমনি সাইটে এই ধরনের বিজ্ঞাপনগুলিই তার স্বাক্ষ্যবহ।