SSC: গ্রুপ সি ও ডি-র দাগিদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করল কমিশন, নাম ৩৫১২ জনের, দেখে নিন তালিকা
SSC: মামলাকারীদের তরফ থেকে সওয়াল করা হয়েছিল, একই নামের গোটা রাজ্যে বহু ব্যক্তি থাকতেই পারে। তাতে বিভ্রান্তি হতে পারে। সেক্ষেত্রে শুধু নাম ও রোল নম্বর দিয়ে কোনও ব্যক্তিকে চিহ্নিত করা যায় না। নামের পাশে রোল নম্বর, কোন পোস্টে চাকরি করতেন, জন্মতারিখ, সঙ্গে অভিভাবকের নাম, সম্পূর্ণ তথ্য দিয়ে প্রকাশ করতে হবে।

কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন, ২০১৬ সালের নিয়োগে যাঁরা কমিশনের সুপারিশে চাকরি পেয়েছেন এবং পরে ‘দাগি’ হিসেবে চিহ্নিত হয়েছেন, তাঁদের পুরো তালিকা প্রকাশ করতে হবে।
মামলাকারীদের তরফ থেকে সওয়াল করা হয়েছিল, একই নামের গোটা রাজ্যে বহু ব্যক্তি থাকতেই পারে। তাতে বিভ্রান্তি হতে পারে। সেক্ষেত্রে শুধু নাম ও রোল নম্বর দিয়ে কোনও ব্যক্তিকে চিহ্নিত করা যায় না। নামের পাশে রোল নম্বর, কোন পোস্টে চাকরি করতেন, জন্মতারিখ, সঙ্গে অভিভাবকের নাম, সম্পূর্ণ তথ্য দিয়ে প্রকাশ করতে হবে। মামলাকারীদের আবেদনে মান্যতা দেয় হাইকোর্ট। পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয় কমিশনকে। আদালতের আরও পর্যবেক্ষণ ছিল, ওএমআর শিটে অমিল, র্যাঙ্ক জাম্পিং, প্যানেল বহির্ভূত নিয়োগ- সহ বহু দুর্নীতির অভিযোগ রয়েছে। ফলে কারা দাগি, তা পূর্ণাঙ্গভাবে জানানো জরুরি। সেই নির্দেশ অনুযায়ী, তালিকা প্রকাশ করল কলকাতা হাইকোর্ট।
এক ঝলকে দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা। কাদের নাম রয়েছে….
এর আগে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগেও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে কমিশন।
