মৃত্যুহীন কলকাতা, হাওড়া-সহ ১৬ জেলা, বাড়ল সুস্থতার হার, দেখে নিন আপনার জেলার করোনা পরিস্থিতি
Corona Update:
কলকাতা: কলকাতা ও হাওড়া। রাজ্যের দুই গুরত্বপূর্ণ শহর সহ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় একজনেরও মৃত্যু হয়নি। বাড়ছে সুস্থতার হারও। তবে চিন্তা সেই উত্তর ২৪ পরগনাকে নিয়ে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণে শীর্ষে এই জেলাই। অন্যদিকে একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জলপাইগুড়ি জেলায় (৪)। গত ২৪ ঘণ্টায় ১৬ জেলায় করোনায় কোনও মৃত্যু হয়নি।
মঙ্গলবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৬২ জন। এই একই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৮৩৮ জন। গোটা রাজ্যে মোট মৃত্যু হয়েছে ১০ জনের। সক্রিয় রোগীর সংখ্যা নেমে এসেছে ১১ হাজার ৩৮০-তে। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮.০৭ শতাংশ। মৃত্যুর হার সেই ১.১৯ শতাংশে দাঁড়িয়ে। শেষ ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ১১৩ টি নমুনা পরীক্ষা হয়েছে। আজকের পজিটিভিটির হার ১.৫৪ শতাংশ।
দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…
আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: সোমবার-০ ,মঙ্গলবার-০।
কোচবিহার– গতকাল আক্রান্ত ৩৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৬ জন। মৃত্যু: সোমবার-০ ,মঙ্গলবার-০।
দার্জিলিং– গতকাল আক্রান্ত ৬৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৩ জন। মৃত্যু: সোমবার-২ ,মঙ্গলবার-১।
কালিম্পং– গতকাল আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫০। মৃত্যু: সোমবার-১ ,মঙ্গলবার-৪।
উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০ জন। মৃত্যু: সোমবার-০ ,মঙ্গলবার-০।
দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: সোমবার-০ ,মঙ্গলবার-০।
মালদহ– গতকাল আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: সোমবার-১ ,মঙ্গলবার-০।
মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: সোমবার-০ ,মঙ্গলবার-০।
নদিয়া– গতকাল আক্রান্ত ৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৬ জন। মৃত্যু: সোমবার-১ ,মঙ্গলবার-১।
বীরভূম– গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: সোমবার-০ ,মঙ্গলবার-০।
পুরুলিয়া– গতকাল আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: সোমবার-০ ,মঙ্গলবার-০।
বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৯ জন। মৃত্যু: সোমবার-১ ,মঙ্গলবার-০।
ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৩ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।
পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৮ জন। মৃত্যু: সোমবার- ০,মঙ্গলবার-০।
পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৩ জন। মৃত্যু: সোমবার- ,মঙ্গলবার-১।
পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩১ জন। মৃত্যু: সোমবার-০ ,মঙ্গলবার-১।
পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮ জন। মৃত্যু: সোমবার-০ ,মঙ্গলবার-১।
হাওড়া– গতকাল আক্রান্ত ৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৪ জন। মৃত্যু: সোমবার-০ ,মঙ্গলবার-০।
হুগলি– গতকাল আক্রান্ত ৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৮ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-১।
উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৮৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯১ জন। মৃত্যু: সোমবার-৩ ,মঙ্গলবার-০।
দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৩৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৫ জন। মৃত্যু: সোমবার-০ ,মঙ্গলবার-০।
কলকাতা– গতকাল আক্রান্ত ৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৪ জন। মৃত্যু: সোমবার-২ ,মঙ্গলবার-০।