Behala: দোলের ছুটির মধ্যেই বেহালার স্কুলে দুঃসাহসিক চুরি! ভাঙল সাতসাতটি আলমারি, নগদ তো গেলই সঙ্গে গুরুত্বপূর্ণ ফাইল নিয়েও টানাটানি
Behala: কেয়ারটেকার বলছেন তিনি স্কুলে আসতেই দেখেন গেটের তালা ভাঙা হয়েছে। শুধু তাই নয়, টিচার ইনচার্জের ঘর ও আরও একটি ঘরের তালা ভেঙে চালানো হয়েছে লুটপাট। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে জিনিসপত্র।

বেহালা: বেহালার স্কুলে দুঃসাহসিক চুরি! চোর হানা দিল একেবারে প্রধান শিক্ষিকার ঘরে। ভাঙল তালা। ভেঙে ফেলা হল সাত সাতটা আলমারি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। শুক্র-শনিবার দোল ও হোলি উপলক্ষে বন্ধ ছিল বেহালার বাণীতীর্থ গার্লস হাইস্কুল। কিন্তু, তারমধ্যে যে এত বড় কাণ্ড হয়ে যাবে তা ভাবতেই পারছেন না স্কুলের শিক্ষিকারা। স্কুল সূত্রে খবর, এদিন সকালে স্কুলে ভিতরে থাকা গাছে জল দিতে আসেন কেয়ারটেকার। তিনিই প্রথম দেখেন স্কুল একেবারে ফাঁকা করে দিয়ে চলে গিয়েছে চোরের দল।
কেয়ারটেকার বলছেন তিনি স্কুলে আসতেই দেখেন গেটের তালা ভাঙা হয়েছে। শুধু তাই নয়, টিচার ইনচার্জের ঘর ও আরও একটি ঘরের তালা ভেঙে চালানো হয়েছে লুটপাট। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে জিনিসপত্র। অবস্থা দেখে তাঁর আর বুঝতে অসুবিধা হয়নি কী হয়েছে! মুহূর্তেই খবর দেন স্কুলের শিক্ষিকাদের। খবর ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয়ে যায় এলাকাতেও।
সূত্রের খবর, স্কুলের ভিতরে থাকা সাতটি আলমারিও ভেঙে ফেলা হয়েছে। একটি আলমারি থেকে চুরি গিয়েছে প্রায় ১০ হাজার টাকা। বাকি আলমারিগুলিতেও প্রচুর ফাইল ঘাঁটা হয়েছে বলে জানা যাচ্ছে। আর এখানেই সিঁদুরে মেঘ দেখছেন স্কুলের শিক্ষিকারা। কে বা কারা এই কাজ করল, কেন ফাইল ঘাঁটা হল তা নিয়ে বাড়ছে চাপানউতোর। গোটা ঘটনার তদন্ত করে দেখছে পর্ণশ্রী থানার পুলিশ।





