Parno Mitra: এবার তৃণমূল আমায় যেভাবে চাইবে সেভাবেই পাবে: পার্নো মিত্র

| Edited By: জয়দীপ দাস

Dec 26, 2025 | 11:07 PM

Parno in TMC: পার্নো বলেন, “আগের বারের মতো এবারও বিষয়টি আমার হাতে নেই; সবটাই দল ঠিক করবে। ম্যাডাম সিএম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।” ভোটে দাঁড়ানোর জন্য তিনি আলাদা করে মুখিয়ে নেই জানিয়ে অভিনেত্রী আরও বলেন যে, দল তাঁকে যে ধরনের দায়িত্বই দিক তা পালন করতে সদা প্রস্তুত। দিনের শেষে শুধু মানুষের জন্য কাজ করতে চান।

কলকাতা: তৃণমূল কংগ্রেসে নাম লেখানোর পর থেকেই অভিনেত্রী পার্নো মিত্রের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। তবে এই প্রসঙ্গে পার্নো নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন যে, প্রার্থী হওয়া বা না হওয়া সম্পূর্ণ দলের সিদ্ধান্ত এবং এর ওপর তাঁর কোনো নিয়ন্ত্রণ নেই। তিনি বলেন, “আগের বারের মতো এবারও বিষয়টি আমার হাতে নেই; সবটাই দল ঠিক করবে। ম্যাডাম সিএম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।” ভোটে দাঁড়ানোর জন্য তিনি আলাদা করে মুখিয়ে নেই জানিয়ে অভিনেত্রী আরও বলেন যে, দল তাঁকে যে ধরনের দায়িত্বই দিক তা পালন করতে সদা প্রস্তুত। দিনের শেষে শুধু মানুষের জন্য কাজ করতে চান।