Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP: হঠাৎ সুকান্তর বাড়িতে নদিয়ার ৩ বিধায়ক, সাংগঠনিক নির্বাচনের মধ্যেই বৈঠক ঘিরে বাড়ছে জল্পনা

BJP: ইতিমধ্যে নদিয়া উত্তর সাংগঠনিক জেলার সভাপতি ঘোষণা করেছে বিজেপি। যদিও তা নিয়ে ক্ষোভ রয়েছে। তবে অর্জুন বিশ্বাস পুনরায় সভাপতি হয়েছেন। নদিয়া উত্তরে সভাপতি নির্বাচন হলেও দক্ষিণে তা না হওয়ায় প্রশ্ন উঠছে।

BJP: হঠাৎ সুকান্তর বাড়িতে নদিয়ার ৩ বিধায়ক, সাংগঠনিক নির্বাচনের মধ্যেই বৈঠক ঘিরে বাড়ছে জল্পনা
হঠাৎ কেন সুকান্ত মজুমদারের বাড়িতে বিজেপির তিন বিধায়ক?Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 23, 2025 | 11:34 PM

কলকাতা: রাজ্যে বিজেপির সাংগঠনিক নির্বাচন চলছে। গেরুয়া শিবির জানিয়েছে, বেশিরভাগ জেলার সভাপতি নির্বাচন হয়ে গিয়েছে। কিন্তু, বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে যে জেলা থেকে সবচেয়ে ভাল সাড়া পাওয়া গিয়েছে, সেই নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলাতেই এখনও সভাপতি নির্বাচন করতে পারেনি গেরুয়া শিবির। কে হবেন বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি? এই নিয়ে জল্পনার মধ্যেই নদিয়ার তিন বিধায়ক রবিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নিউটাউনের বাড়িতে হাজির হন। তাঁদের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করেন সুকান্ত।

এদিন রানাঘাট উত্তর-পূর্বের বিধায়ক অসীম বিশ্বাস, রানাঘাট উত্তর-পশ্চিমের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় এবং চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষ দেখা করেন সুকান্তর সঙ্গে। বর্তমানে বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথি। বয়স তাঁর সভাপতি হওয়ার ক্ষেত্রে কিছুটা অন্তরায়। পার্থসারথির বয়স সত্তরের কোঠায়। রাজনীতির কারবারিরা বলছেন, গোষ্ঠীকোন্দলের জেরেও সভাপতি হিসেবে আর নাও থাকতে পারেন তিনি। তাছাড়া বিধায়ক হওয়ায় তাঁর সভাপতি পদে থাকার সম্ভাবনা নেই। কারণ, বিজেপি সিদ্ধান্ত নিয়েছে, বিধায়কদের জেলা সভাপতি করা হবে না।

ইতিমধ্যে নদিয়া উত্তর সাংগঠনিক জেলার সভাপতি ঘোষণা করেছে বিজেপি। যদিও তা নিয়ে ক্ষোভ রয়েছে। তবে অর্জুন বিশ্বাস পুনরায় সভাপতি হয়েছেন। নদিয়া উত্তরে সভাপতি নির্বাচন হলেও দক্ষিণে তা না হওয়ায় প্রশ্ন উঠছে। সদস্যপদ সংগ্রহে বঙ্গে প্রথম স্থানে রয়েছে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা। ২ লক্ষ ৪৬ হাজার সদস্য সংগ্রহ হয়েছে। অথচ সেখানে সভাপতি এখনও ঘোষণা হয়নি। এই আবহে তিন বিধায়কের সঙ্গে সুকান্তের সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনীতির কারবারিরা।

এই খবরটিও পড়ুন

সুকান্তর সঙ্গে সাক্ষাতের পর তিন বিধায়ক জানান, যথা সময়ে জেলা সভাপতির নাম ঘোষণা করা হবে। গতকাল বিজেপির রাজ্য সভাপতি জানিয়েছিলেন, দলের বেশিরভাগ জেলা সভাপতির নাম ঘোষণা করা হয়ে গিয়েছে। আর ১৮টি জেলায় সভাপতি নির্বাচন বাকি রয়েছে। খুব শীঘ্রই বাকি জেলাগুলিতে জেলা সভাপতি ঘোষণা হয়ে যাবে। তার মধ্যে প্রায় ১৪টি জেলায় সাতদিনের মধ্যে সভাপতি ঘোষণা করা হবে। এদিনও তিন বিধায়কের সঙ্গে বৈঠকের পর সুকান্ত জানালেন, খুব শীঘ্র জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হবে।