Tiljala Case: তিলজলা-কাণ্ডে রাজ্য়কে নোটিস জাতীয় শিশু সুরক্ষা কমিশনের

Tiljala Child murder case: ইতিমধ্যেই এই পুলিশের ব্যর্থতার অভিযোগ তুলে রাজ্যের কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জি জানিয়েছে বিজেপি।

Tiljala Case: তিলজলা-কাণ্ডে রাজ্য়কে নোটিস জাতীয় শিশু সুরক্ষা কমিশনের
তিলজলা শিশুকন্যা খুনের অভিযোগ
Follow Us:
| Edited By: | Updated on: Mar 27, 2023 | 11:50 PM

কলকাতা: তিলজলায় শিশুকে নৃশংসভাবে খুনের ঘটনায় এবার তৎপর হল জাতীয় শিশু সুরক্ষা কমিশন। রাজ্য পুলিশের ডিজি ও মুখ্যসচিবকে এই ঘটনা নিয়ে নোটিস দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ৮ বছরের এক নাবালিকাকে খুনের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে রণক্ষেত্রের চেহারা নেয় কলকাতার রাজপথ। একের পর এক ট্রেন বাতিল হয়। এই ঘটনা নিয়েই তৎপর হল শিশু সুরক্ষা কমিশন। ঘটনাটি খতিয়ে দেখতে কমিশন রাজ্যে একটি দল পাঠানোর কথা ভাবছে বলেও সূত্রের খবর।

ইতিমধ্যেই এই পুলিশের ব্যর্থতার অভিযোগ তুলে রাজ্যের কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জি জানিয়েছে বিজেপি। সাংসদ সৌমিত্র খাঁ এবিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন। সোমবার তিলজলায় উত্তেজনার ঘটনা নিয়ে মঙ্গলবার সংসদেও সরব হতে চলেছে বিজেপি। সূত্রের খবর, তিলজলার বিষয় নিয়ে প্রধানমন্ত্রীকে জানাবেন বিজেপি সাংসদরা।

তিলজলা এলাকায় এক নাবালিকার নৃশংস হত্যাকে কেন্দ্র করে রবিবার রাতই থেকে অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। রবিবার রাতেই তিলজলা থানা ঘেরাও করেন ৮ বছরের ওই নাবালিকার প্রতিবেশীরা।

এদিকে, ওই নাবালিকার ময়নাতদন্তের রিপোর্ট বলছে, গামছা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই নাবালিকাকে। মৃত্যু নিশ্চিত করতে মাথায় আঘাত করা হয়েছে ভারী কিছু দিয়ে। ইতিমধ্যেই অভিযুক্ত প্রতিবেশীকে গ্রেফতার করা হয়েছে। তাঁর ঘর থেকে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করা হয়। অভিযুক্ত নেশাগ্রস্ত থাকেন বলে পুলিশ সূত্রে খবর। সূত্রের খবর, তান্ত্রিকের পরামর্শে তিনি এ কাজ করেছিলেন বলে জানতে পেরেছে পুলিশ।