AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Global Solidarity Community: বিচারের প্রদীপ জ্বালিয়ে রাখার বার্তা নিয়ে দীপাবলিতে আসছে ‘তিলোত্তমার’ গান, রিলিজ ২১ অক্টোবর

Global Solidarity Community’s Song: আরজি কর কাণ্ডের পর বাংলার বুকে যখন প্রতিবাদের স্বর ক্রমেই জোরাল হচ্ছে তখন লন্ডনের টাইমস স্কোয়ারেও আছড়ে পড়েছিল মেয়েদের প্রতিবাদের ঢেউ। গোটা বিশ্বের নানা প্রান্তেই প্রতিবাদে সামিল হয়েছিলেন প্রতিবাদীরা। রাত জেগেছিল বাংলা।

Global Solidarity Community: বিচারের প্রদীপ জ্বালিয়ে রাখার বার্তা নিয়ে দীপাবলিতে আসছে ‘তিলোত্তমার’ গান, রিলিজ ২১ অক্টোবর
প্রতীকী ছবি Image Credit: Social Media
| Edited By: | Updated on: Oct 21, 2025 | 7:32 PM
Share

কলকাতা: শহর কলকাতা হোক বা বাংলার অজানা গ্রাম, আরজি করের আন্দোলনের ঢেউ পৌঁছে গিয়েছিল প্রতিটা প্রান্তে। তোলপাড় হয়েছিল গোটা দেশ। সাক্ষী থেকেছে গোটা পৃথিবী। তারপর ঘুরছে একটা বছর। কিন্তু এখনও জ্বলছে প্রতিবাদের আগুন। এরইমধ্যে এবার তিলোত্তমাকে মনে রেখে সেই প্রতিবাদের স্বর গোটা বিশ্বে ছড়িয়ে দিতে গান বাঁধছেন প্রতিবাদীরা। বড় উদ্যোগ গ্লোবাল সলিডারিটি কমিউনিটি। এবার পৃথিবীই শুনবে সেই যন্ত্রণায় স্বর। শুনবে যন্ত্রণার কথা। লিখছেন জর্জ কলবাম। আগামী ২১ অক্টোবর সেই গান রিলিজ হতে চলেছে প্রেস ক্লাবে। 

আরজি কর কাণ্ডের পর বাংলার বুকে যখন প্রতিবাদের স্বর ক্রমেই জোরাল হচ্ছে তখন নিউ ইয়র্কেও আছড়ে পড়েছিল মেয়েদের প্রতিবাদের ঢেউ। গোটা বিশ্বের নানা প্রান্তেই প্রতিবাদে সামিল হয়েছিলেন প্রতিবাদীরা। রাত জেগেছিল বাংলা। বিচার চেয়ে, নিরাপত্তা চেয়ে রাজপথে উঠেছিল আগুনে স্লোগান। তাই যেন এবার গানে গানে ধরতে চাইছে গ্লোবাল সলিডারিটি কমিউনিটি। এখন অপেক্ষা শুধুই সেই গান মুক্তির। 

উচ্ছ্বসিত অনুষ্ঠানের উদ্যোক্তারা। উদ্যোক্তাদের তরফে পারমিতা বলছেন, গানের অ্য়ালবামের সঙ্গে তিলোত্তমার বিচার চেয়ে যে আন্দোলন হয়েছিল সেই ছবিও থাকছে। গান লিখেছেন জর্জ কলবাম। গানের সুর দিচ্ছেন কল্যান সেন বড়াট। গানটি গেয়েছেন অরিত্রিকা সিনহা। এমমকী বিচার চাইতে গিয়ে যেভাবে বারবার হেনস্থার ছবি সামনে এসেছিল, গুচ্ছ গুচ্ছ অভিযোগ সামনে এসেছিল তাও ধরা হবে অ্যালবামে। উদ্যোক্তারা অন্তত তেমনটাই জানাচ্ছেন। ‘অসহায় স্বাধীনতার’ গান- গল্প শোনাবেন ওরা। ২০ তারিখই আবার দীপাবলি। উদ্যোক্তারা বলছেন আর ঠিক তার পরদিনইএই গান আসছে গোটা বছরের দীপ জ্বালার বার্তা নিয়ে। বিচারের প্রদীপ জ্বালিয়ে রাখার বার্তা নিয়ে।