Kunal Ghosh: অকারণে মানুষের সহানুভূতি হারাচ্ছেন তিলোত্তমার মা বাবা: কুণাল ঘোষ

Kunal Ghosh: সাংবাদিক বৈঠক থেকে নবান্ন অভিযান নিয়ে ঝাঁঝাল স্বরে বললেন, “লোকই নেই। ৮০ থেকে ১০০টা লোক। এদিক-ওদিক থেকে কুড়িয়ে-বাড়িয়ে ৫৩০টা লোক। যাঁরা পবিত্র রাখির দিনে রাজনৈতিক উদ্দেশ্যে গন্ডগোল করতে চায় তাঁরা হিন্দু? এরা আবার মুখে বলবে সনাতনী!”

Kunal Ghosh: অকারণে মানুষের সহানুভূতি হারাচ্ছেন তিলোত্তমার মা বাবা: কুণাল ঘোষ
কুণাল ঘোষ Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Aug 09, 2025 | 7:25 PM

কলকাতা: ‘অকারণে মানুষের সহানুভূতি হারাচ্ছেন তিলোত্তমার মা বাবা।’ আন্দোলনের অভিমুখ নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। একইঙ্গে তুলোধনা করলেন বিজেপির। রাখির দিনে কেন আন্দোলন সেই প্রশ্নও তুলে দিনে। সাংবাদিক বৈঠক থেকে নবান্ন অভিযান নিয়ে ঝাঁঝাল স্বরে বললেন, “লোকই নেই। ৮০ থেকে ১০০টা লোক। এদিক-ওদিক থেকে কুড়িয়ে-বাড়িয়ে ৫৩০টা লোক। যাঁরা পবিত্র রাখির দিনে রাজনৈতিক উদ্দেশ্যে গন্ডগোল করতে চায় তাঁরা হিন্দু? এরা আবার মুখে বলবে সনাতনী! রাখির দিন নবান্ন চলো! শুনেছেন কখনও। চূড়ান্ত ফ্লোপ, দিশেহারা একটা কর্মসূচি। কিছু মুখোশধারী নাটক করতে গিয়েছিল কিছু অতিথি শিল্পীকে নিয়ে।” 

এদিন সাংবাদিক বৈঠকে কেন নবান্ন অভিযান, কেন সিজিও অভিযান নয় সেই প্রশ্ন তুলতে থাকেন কুণাল। একইসঙ্গে কেন তিলোত্তমার মা-বাবা বিজেপির কর্মসূচিতে সেই প্রশ্নও তুলে দিয়েছেন কুণাল। তাঁর স্পষ্ট কথা, “তদন্ত করছে সিবিআই, ক্ষোভ নাকি সিবিআইয়ের বিরুদ্ধে, সিবিআই নিয়ন্ত্রণ করে বিজেপি, আর বিজেপিকে নিয়ে নবান্ন অভিযান? গেলেন কী করে? আপনাদের তো সিজিও যাওয়া উচিত ছিল। একটা সীমা থাকবে তো সব কিছুর!” 

যদিও এরপরেই বলেন, “তিলোত্তমার মা-বাবার প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা-সম্মান আছে। কিন্তু বিজেপি তাঁদের রাস্তায় নামিয়ে পুলিশের মুখে ঢেলে দিয়ে নিজেরা ধস্তাধস্তি করে নাটক করল। তিলোত্তমার মা, বাবা যদি কোথাও আহত হয়ে থাকেন তাহলে তাঁদের প্রতি পূর্ণ সহনাভূতি থাকছে। কিন্তু তাঁদের আবেগকে নিয়ে রাজনীতি যাঁরা করেছে আমরা তাঁদের বিরোধিতা করছি।”