Abhishek Banerjee: এখনও লিপস অ্যান্ড বাউন্ডসের CEO অভিষেক, জানালেন নিজেই
Abhishek Banerjee: ইডির প্রেস বিবৃতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করা হয়েছিল। অভিষেককে সেখানে লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও বলে লিখেছিল ইডি। তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছিল, তাহলে কি এখনও ওই সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন অভিষেক? এবার তা খোলসা করলেন সাংসদ নিজেই।
কলকাতা: লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে ইডির তল্লাশি অভিযানের পর একটি প্রেস বিজ্ঞপ্তি ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। ওই প্রেস বিবৃতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও উল্লেখ করেছিল ইডি। অভিষেককে সেখানে সংস্থার সিইও বলে লিখেছিল ইডি। তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছিল, তাহলে কি এখনও ওই সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন অভিষেক? বুধবার সিজিও কমপ্লেক্সে ইডির অফিস থেকে বেরিয়ে এই বিষয়টি এবার নিজেই খোলসা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি কি ওই পদে (CEO) এখনও আছেন? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্পষ্ট জানালেন, ‘আমি এখনও ওই পদে আছি।’ একইসঙ্গে অভিষেক ইডির উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, ‘লিপস অ্যান্ড বাউন্ডসে এসএসসি দুর্নীতির ১০ পয়সা টাকা ঢুকেছে, প্রমাণ করুন।’
অভিষেক জানালেন, লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে আজ তাঁকে প্রশ্ন করেছেন ইডির তদন্তকারী অফিসাররা। বললেন, ‘আজ লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে যে প্রশ্নগুলি করা হয়েছে, দু’বছর আগে একই প্রশ্ন করা হয়েছে। কয়লা দুর্নীতি, গরুপাচার মামলা, এসএসসি নিয়োগ দুর্নীতি সবক্ষেত্রে একই প্রশ্ন করা হচ্ছে।’ তাঁর দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দেখাতে চাইছে প্রসিডস অব ক্রাইম একটাই টাকা, সেটা তিনটি মামলায় জড়িত। ইডির তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে বললেন, ‘সেটা তো হতে পারে না। একটা পেমেন্ট বা লেনদেন কখনও কয়লায়, কখনও গরুতে, কখনও এসএসসিতে দেখাতে চাইছে। এটা অনেকটা ঢিল মেরে দেখার মতো। ‘
কিছুদিন আগে যখন ইডি লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে হানা দিয়েছিল, তখন সংস্থার অফিসের একটি কম্পিউটারে ১৬টি ফাইল ডাউনলোড হয়েছিল বলে অভিযোগ উঠেছে। তা নিয়েও অনেক জলঘোলা হয়েছে। আদালত পর্যন্ত গড়িয়েছে সেই ঘটনা। সেই ফাইল ডাউনলোড বিতর্কের পর এই প্রথমবার ইডির অফিসারদের মুখোমুখি অভিষেক। ফাইল ডাউনলোড বিতর্ক প্রসঙ্গে কি কোনও কথা হয়েছে সেখানে? ইডি কি কোনও ব্যাখ্যা দিয়েছে তাঁকে? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক জানান, এই নিয়ে কোনও কথা বলেনি ইডি তাঁর সঙ্গে।