TMC: অপারেশন সিঁদুরে ‘পাশে’, পহেলগাঁও হত্যায় ‘প্রশ্ন’! মোদী সরকারকে আড়াই চাল তৃণমূলের?

TMC: সন্ত্রাসবাদ দমনে কেন্দ্রের পাশে থেকেও এবার ইন্টেলিজেন্স ব্যর্থতা নিয়ে সরব হচ্ছে তৃণমূল। কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুর ও পাকিস্তানের সঙ্গে সংঘাত ও তার পরবর্তী ঘটনাপরম্পরা নিয়ে দেশবাসীকে জানাতে সংসদের বিশেষ অধিবেশন ডাকার আর্জি জানিয়েছিলেন। মঙ্গলবার তৃণমূলের সংসদীয় দলও সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি জানালেন।

TMC: অপারেশন সিঁদুরে পাশে, পহেলগাঁও হত্যায় প্রশ্ন! মোদী সরকারকে আড়াই চাল তৃণমূলের?
কী বলছে তৃণমূল?Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

May 27, 2025 | 5:20 PM

নয়াদিল্লি: একদিকে সন্ত্রাসবাদ দমনে কেন্দ্রের পাশে থাকার বার্তা। অন্যদিকে, কেন্দ্রের ইন্টেলিজেন্স ব্যর্থতা নিয়ে সরব হওয়া। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও অপারেশন সিঁদুর নিয়ে এবার কৌশলী পদক্ষেপ নিল বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। ইন্টেলিজেন্স ব্যর্থতা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে রাজনীতির ঝাঁঝ বাড়িয়ে সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি জানাল বাংলার শাসকদল।

দেশের স্বার্থে কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে, তার পাশে সবসময় রয়েছে তৃণমূল। অপারেশন সিঁদুর ও পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে এই বার্তা একাধিকবার দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বহুদলীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে বিশ্বের কাছে সন্ত্রাসবাদ দমনে ভারতের ভূমিকা কথা তুলে ধরতে গিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছেন, তাঁরা বিরোধী রাজনৈতিক দলের হলেও দেশের স্বার্থে কথা উঠলে সবাই এক। সন্ত্রাসবাদে মদতদাতা পাকিস্তানকে তীব্র আক্রমণ করেন তিনি।

সন্ত্রাসবাদ দমনে কেন্দ্রের পাশে থেকেও এবার ইন্টেলিজেন্স ব্যর্থতা নিয়ে সরব হচ্ছে তৃণমূল। কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুর ও পাকিস্তানের সঙ্গে সংঘাত ও তার পরবর্তী ঘটনাপরম্পরা নিয়ে দেশবাসীকে জানাতে সংসদের বিশেষ অধিবেশন ডাকার আর্জি জানিয়েছিলেন। মঙ্গলবার তৃণমূলের সংসদীয় দলও সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি জানালেন। এদিন দিল্লিতে বৈঠক করে তৃণমূলের সংসদীয় দল। ওই বৈঠকের পর তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার বলেন, “আমরা চাইছি সংসদের একটা বিশেষ অধিবেশন ডাকা হোক। আমরা সেন্ট্রাল হলে তৃণমূল সংসদীয় দলের বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও পাঠিয়েছি।” পহেলগাঁওয়ে গোয়েন্দা ব্যর্থতা কেন হল, সেই প্রশ্নও তোলেন তৃণমূল সাংসদরা। অপারেশন সিঁদুর নিয়ে সেনাবাহিনীকেও কুর্নিশ জানাচ্ছে তৃণমূল।

এদিন তৃণমূল সাংসদরা যে গোয়েন্দা ব্যর্থতার প্রসঙ্গ তুলে কেন্দ্রের শাসকদলকে নিশানা করতে চাইলেন, তার সুর কয়েকদিন আগে বেঁধে দিয়েছিলেন অভিষেক। সূত্রের খবর, দিল্লিতে কেন্দ্রের একটি বৈঠকে দুটি প্রশ্ন রেখেছিলেন অভিষেক। একটি পহেলগাঁও নিয়ে। তাঁর প্রশ্ন ছিল, ওই চার জঙ্গি পহেলগাঁওয়ে প্রবেশ করেছিল কীভাবে? তারা কোথায় গেল? তাদের কি নিকেশ করা সম্ভব হয়েছে? অন্যটি ট্রাম্পের সংঘর্ষবিরতি ঘোষণা নিয়ে। সূত্রের খবর, বৈঠকে অভিষেক প্রশ্ন তোলেন, একটি স্বাধীন দেশের সংঘর্ষবিরতির ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কীভাবে করতে পারেন?

রাজনীতির কারবারিরা বলছেন, সন্ত্রাসবাদ দমনে বাংলার শাসকদল যে সবসময় কেন্দ্রের পাশে রয়েছে, সেই বার্তা স্পষ্ট করতে দিতে চেয়েছেন মমতা-অভিষেকরা। একইসঙ্গে, অপারেশন সিঁদুর নিয়ে যাতে বিজেপি রাজনৈতিক ফায়দা নিতে না পারে, সেদিকেও নজর রয়েছে রাজ্যের শাসকদলের। সেজন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ইন্টেলিজেন্স ব্যর্থতার কথা তুলে ধরতে চাইছে তৃণমূল। অপারেশন সিঁদুর ও পহেলগাঁও হামলা নিয়ে কৌশলী পদক্ষেপ নিয়ে কি রাজনীতির ময়দানে কেন্দ্রকে দাবার আড়াই চালে মাত করতে চাইছে বাংলার শাসকদল?