কলকাতা: তৃণমূলের ইতিহাসে প্রার্থী তালিকায় তারকার নাম কোনও চমক নয়। আগেও অনেক অভিনেতা-অভিনেত্রী বিধায়ক বা সাংসদ হয়েছেন। ২০২৪-এর লোকসভা ভোটের প্রার্থী তালিকায় তেমনই এক নাম রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলির প্রার্থী হিসেবে ব্রিগেড মঞ্চ থেকে তাঁর নাম ঘোষণা করেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পিছনে এদিন র্যাম্পে হাঁটতেও দেখা গিয়েছে তাঁকে। প্রার্থী হওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় জয় নিয়ে আশা প্রকাশ করেছেন তিনি।
বীরভূমের সাংসদ শতাব্দী রায়ও একসময় টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। বহু ছবির মুখ্য চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। সেই শতাব্দীকে ইতিমধ্যেই বহুবার ফোন করেছেন রচনা। শতাব্দীর সঙ্গে নিজেকে তুলনা করতে রাজি নন রচনা। তিনি বলেন, “উনি দারুণ একজন কর্মঠ মানুষ। দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত আছেন। তাঁর থেকে অনেক কিছু শেখার আছে। সম্মানীয় একজন রাজনীতিক। ওঁর থেকে অনেক কিছু জানব, শিখব। এরমধ্যেই ২৫ বার ফোন করা হয়ে গিয়েছে। আবার করব। পাগল করে দেব ওঁকে।”
রুপোলি পর্দার মতো ভোট ময়দানেও ১০০ শতাংশ দিয়ে কাজ করতে চান রচনা। তবে অভিনয় বা শো-এর থেকে রাজনীতির ময়দান অনেক বেশি চ্যালেঞ্জিং বলে মনে করেন তিনি। রচনা বলেন, “দিদি নম্বর ওয়ানের মতোই এখানেও মানুষের মন জয় করতে পারব বলে আশা করি।”
তবে শুটিং সামলে রাজনীতিতে কতটা সময় দিতে পারবেন? এই প্রশ্নের উত্তরে রচনা বলেন, “আমরা নারী, আমরা সব পারি। আমরা ব্যালান্স করতে করতে পারব। যা চাইব, তাই করতে পারব। এই তো আমি বাচ্চাকে রেখে এসেছি। বাড়ি গিয়ে খাওয়াব। কাল কখন শুটিং-এ যাব, সেটা নিয়ে ভাবব।”