কলকাতা: সরব হয়েছেন বিরোধীরা। এমনকি, দলের একাধিক বিধায়কও মুখ খুলেছেন। এবার কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের ‘সংখ্যাগুরু’ মন্তব্যের নিন্দা করল তৃণমূল কংগ্রেস। এই ধরনের মন্তব্যের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই বলে জানানো হল।
শনিবার ধনধান্য স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে ফিরহাদ হাকিম বলেছিলেন, “বাংলায় আমরা ৩৩ শতাংশ। কিন্তু, দেশে আমরা ১৭ শতাংশ। আমাদের সংখ্যালঘু বলা হয়। কিন্তু, আমরা নিজেদের সংখ্যালঘু বলে মনে করি না। আমরা মনে করি, উপরওয়ালার আশীর্বাদে একদিন আমরা সংখ্যাগুরুর চেয়েও সংখ্যাগুরু হতে পারি। উপরওয়ালার আশীর্বাদে এটা আমরা হাসিল করব।”
রাজ্যের মন্ত্রীর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে বিজেপি। এক্স হ্যান্ডলে সুকান্ত মজুমদার লেখেন, “এটা শুধু ঘৃণা ভাষণ নয়, ভারতে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির ব্লুপ্রিন্ট।” সিপিএম-ও এই নিয়ে শাসকদলকে খোঁচা দেয়। বিরোধীরা শুধু নয়, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরও আক্রমণ করেন ফিরহাদকে। তৃণমূলের ডেবরার বিধায়ক হুমায়ুন কবীরও ফিরহাদকে খোঁচা দেন।
ফিরহাদের মন্তব্য নিয়ে রাজনৈতিক চাপানউতোর বাড়ার পরই এবার দলের এক্স হ্যান্ডলে নিজেদের অবস্থান স্পষ্ট করল তৃণমূল। এক্স হ্যান্ডলে শাসকদল লিখেছে, “ফিরহাদ হাকিমের মন্তব্যের সঙ্গে দলের সম্পর্ক নেই। দল এই মন্তব্যের তীব্র নিন্দা করছে। তাঁর এই মন্তব্যের সঙ্গে দলের অবস্থান কিংবা মতাদর্শের কোনও সম্পর্ক নেই।” শাসকদলের আরও বক্তব্য, “সাম্প্রদায়িক সম্প্রীতি, একতা এবং শান্তির প্রতি দলের অঙ্গীকার অটুট। পশ্চিমবঙ্গে সামাজিক বন্ধনকে আঘাত করতে পারে, এমন মন্তব্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” রাজনৈতিক মহলের একাংশ বলছে, রাজ্যের শাসকদল যে এরকম মন্তব্যকে কোনওরকমভাবে মেনে নিচ্ছে না, তা স্পষ্ট করে দিল। একইসঙ্গে বিরোধীদের আক্রমণেরও জবাব দিল যে এই মন্তব্যের সঙ্গে সহমত নয় তৃণমূল। এখন ফিরহাদের বিরুদ্ধে শাসকদল কোনও ব্যবস্থা নেয় কি না, সেটাই দেখার।