AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC: অফিসই নেই তৃণমূলের, বৈঠক হবে কোথায়! শশী পাঁজা, অতীন ঘোষরা কোথায় বসবেন

TMC: বীরভূম এও বৈঠক করেছে কোর কমিটি। দীর্ঘ কয়েকমাস ধরেই সেখানে কোর কমিটি কাজ করছে। তবে উত্তর কলকাতায় সেই উপায় নেই।

TMC: অফিসই নেই তৃণমূলের, বৈঠক হবে কোথায়! শশী পাঁজা, অতীন ঘোষরা কোথায় বসবেন
উত্তর কলকাতার কোর কমিটি
Follow Us:
| Edited By: | Updated on: May 19, 2025 | 6:26 PM

কলকাতা: সদ্য রদবদল হয়েছে তৃণমূলের সাংগঠনিক স্তরে। পদ থেকে সরানো হয়েছে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি পদে আর কারও নাম ঘোষণা করা হয়নি। আপাতত কোর কমিটিই চালাবে ওই জেলার রাজনৈতিক কাজকর্ম। কিন্তু কাজ তো পরের কথা, কোর কমিটির সদস্যরা কোথায় বসে আলোচনা করবেন, সেটাই এখন সবথেকে কঠিন প্রশ্ন।

উত্তর কলকাতায় তৃণমূলের কোনও জেলা দফতরই নেই। তাই কোর কমিটি তৈরি হলেও কোথায় বৈঠক ডাকা হবে, তা নিয়ে প্রবল ধন্ধ তৈরি হয়েছে। ২০০৯ সাল থেকে জেলা সভাপতি ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ফলে, দীর্ঘ কয়েক বছরে কোনও কোর কমিটির অস্তিত্ব ছিল না আলাদাভাবে।

মাঝে যখন তাপস রায় সভাপতি হন, তখন জেলা দফতর তৈরি করার উদ্যোগ নেন। তারপর তিনি পদ থেকে সরে গেলে সেই কাজ আর এগোয়নি। এখন উত্তর কলকাতায় বীরভূম মডেল অনুসরণ করা হয়েছে। বীরভূম এও বৈঠক করেছে কোর কমিটি। দীর্ঘ কয়েকমাস ধরেই সেখানে কোর কমিটি কাজ করছে। তবে উত্তর কলকাতায় সেই উপায় নেই।

উল্লেখ্য, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে উত্তর কলকাতার সভাপতি পদ থেকে সরিয়ে তৈরি করা হয়েছে কোর কমিটি। অতীন ঘোষ, জীবন সাহা, নয়না বন্দ্যোপাধ্যায়, পরেশ পাল, শশী পাঁজা, সুপ্তি পাণ্ডে, স্বপন কর্মকার, স্বর্ণকমল সাহা ও বিবেক গুপ্তা-সহ মোট নয় সদস্যকে নিয়ে তৈরি হয়েছে উত্তর কলকাতা জেলার নতুন কোর কমিটি।