PM Modi: মোদীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা অভিষেক-রাহুলের, পুরনো ছবি পোস্ট শত্রুঘ্নর

PM Narendra Modi birthday: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর। গুজরাটের মেহসানা জেলায়। এদিন তাঁর ৭৫ তম জন্মদিনে দেশজুড়ে নানা কর্মসূচি নিয়েছে বিজেপি। দেশ বিদেশের নেতা, রাষ্ট্রনেতা-সহ বিশিষ্ট ব্যক্তিরা শুভেচ্ছা জানাচ্ছেন মোদীকে। তবে নিজের জন্মদিনে মধ্যপ্রদেশে সরকারি কর্মসূচিতে ব্যস্ত থাকবেন প্রধানমন্ত্রী।

PM Modi: মোদীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা অভিষেক-রাহুলের, পুরনো ছবি পোস্ট শত্রুঘ্নর
প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অভিষেক ও রাহুলImage Credit source: TV9 Bangla

Sep 17, 2025 | 12:12 PM

কলকাতা ও নয়াদিল্লি: তাঁদের রাজনৈতিক মতাদর্শ আলাদা। তাতে ঘাটতি পড়ল না সৌজন্যে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কংগ্রসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অভিষেক এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে রইল শুভেচ্ছা ও শুভকামনা।” বাংলা ও ইংরেজিতে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন তিনি। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সুস্বাস্থ্য কামনা করেন। মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

মোদীর সঙ্গে নিজের পুরনো একটি ছবি এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন তৃণমূলের আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। একসময় বিজেপি সাংসদ ছিলেন তিনি। পরে যোগ দেন তৃণমূলে। এদিন মোদীর সঙ্গে তাঁর আলিঙ্গনের পুরনো ছবি পোস্ট করে শত্রুঘ্ন লিখেছেন, বন্ধু সবসময় বন্ধুই থাকে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর। গুজরাটের মেহসানা জেলায়। এদিন তাঁর ৭৫ তম জন্মদিনে দেশজুড়ে নানা কর্মসূচি নিয়েছে বিজেপি। দেশ বিদেশের নেতা, রাষ্ট্রনেতা-সহ বিশিষ্ট ব্যক্তিরা শুভেচ্ছা জানাচ্ছেন মোদীকে। প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানান। কেন্দ্রীয় মন্ত্রী, বিভিন্ন রাজ্যের মন্ত্রী ও বিজেপি নেতারাও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তবে নিজের জন্মদিনে মধ্যপ্রদেশে সরকারি কর্মসূচিতে ব্যস্ত থাকবেন প্রধানমন্ত্রী।