
কলকাতা: ‘১এক্সবেট’ অনলাইন বেটিং অ্যাপ মামলায় অভিনেত্রী তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ED)। আগামিকাল (সোমবার) দিল্লিতে ইডি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। দলের প্রাক্তন সাংসদকে ইডির তলব নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। ইডির নোটিস নিয়ে তিনি কিছু বলবেন না বলে জানালেন। তবে বাংলা ছবির দর্শকের তরফে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ধন্যবাদ জানালেন।
সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন কুণাল ঘোষ?
মিমিকে তলব করে ইডি নোটিস পাঠাতেই সোশ্যাল মিডিয়ায় কুণাল লিখলেন, “মিমিকে ইডির নোটিস। আইন আইনের পথে চলবে। নোটিস নিয়ে আমি বলার কেউ নই। তবে রক্তবীজ ২ ছবির প্রোমোশনে সাহায্য করার জন্য বাংলা ছবির দর্শকের তরফ থেকে এজেন্সিকে ধন্যবাদ। শিবুরা তো ইভেন্টের জন্য নানা সংস্থাকে নামিয়েছে। কে জানে বাবা কার কী কৌশল! ছবি সুপারহিটের পর মিমিও ওদের ধন্যবাদ দেবে।” এই পোস্টের মাধ্যমে কুণাল কী বোঝাতে চাইলেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ ছিলেন মিমি। তবে চব্বিশের নির্বাচনের আগে তিনি জানিয়ে দেন, এবার আর ভোটে লড়তে চান না। মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে ইস্তফাও দেন। মুখ্যমন্ত্রী অনুমতি দিলে ইস্তফাপত্র লোকসভার স্পিকারের কাছে পাঠাবেন বলে জানিয়েছিলেন। সেইসময় তৃণমূলের একাংশ নেতার বিরুদ্ধে সরবও হয়েছিলেন তিনি। রাজনীতি তাঁর জন্য নয় বলে মন্তব্য করেছিলেন। তার পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ বলেছিলেন, লোকসভার মেয়াদ শেষের পর কেউ যদি ইস্তফা দেয়, তাহলে সেটা তাঁর ব্যক্তিগত বিষয়। নেত্রী দেখছেন।
এরপর চলতি বছরের মার্চে মিমিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন কুণাল। ফিনল্যান্ডে মিমির চা খাওয়ার ছবি পোস্ট করে কুণাল লিখেছিলেন, পর্দায় মিমিকে তাঁর দারুণ লাগে। তবে দলের প্রাক্তন সাংসদের সঙ্গে তাঁর আলাপ নেই।