Kunal Ghosh health: প্লেট আর স্ক্রু দিয়ে মেরামত করা হল কুণালের পা, কতদিন হাঁটা-চলা বন্ধ তৃণমূল নেতার?

TMC Kunal Ghosh news:সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন কুণাল। হাসপাতাল সূত্রে খবর, তাঁর পায়ের ফিবুলা (ফিবুলা হলো মানুষের পায়ের নিচের অংশে অবস্থিত একটি হাড়, যা টিবিয়া বা শিনবোনের পাশে থাকে। এটি গোড়ালির বাইরের অংশ তৈরি করে) ভেঙে গিয়েছে। প্লেট আর স্ক্রু দিয়ে মেরামত করা হয়েছে।

Kunal Ghosh health: প্লেট আর স্ক্রু দিয়ে মেরামত করা হল কুণালের পা, কতদিন হাঁটা-চলা বন্ধ তৃণমূল নেতার?
কুণাল ঘোষ, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 25, 2025 | 11:25 PM

কলকাতা: বাথরুমে পড়ে গিয়ে গুরুতর চোট পেয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বর্তমানে হাসপাতালে ভর্তি তিনি। সেখানেই মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে সর্বদা রয়েছেন তৃণমূল নেতা। মঙ্গলবার ছিল তাঁর অস্ত্রোপচার। তবে সেই অপারেশন ঠিকঠাক হয়েছে বলেই জানিয়েছেন চিকিৎসকদের দল।

সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন কুণাল। হাসপাতাল সূত্রে খবর, তাঁর পায়ের ফিবুলা (ফিবুলা হলো মানুষের পায়ের নিচের অংশে অবস্থিত একটি হাড়, যা টিবিয়া বা শিনবোনের পাশে থাকে। এটি গোড়ালির বাইরের অংশ তৈরি করে) ভেঙে গিয়েছে। প্লেট আর স্ক্রু দিয়ে মেরামত করা হয়েছে। আপাতত, পায়ের জন্য কুণালকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তবে কতদিন বিশ্রামে থাকতে হবে তাঁকে, তা এখনও জানা যায়নি। তবে এখন যে কোনও আমন্ত্রণ,অনুষ্ঠান,কর্মসূচিতে তাঁর সশরীরে যাওয়া হবে না সে কথা বলাই যায়।

গতকাল বিকেল নাগাদ কুণালের আঘাতের খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। জানা যায়, অসাবধানবসত বাথরুমে কোনওভাবে পড়ে গিয়েছিলেন এই তৃণমূল নেতা। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। তারপরই এক্স রে, স্ক্যান সহ সব পরীক্ষা করা হয়। আজ ছিল সার্জারি। এখানে উল্লেখ্য, শুধুমাত্র রাজনৈতিক দল নয়, সংবাদমাধ্যমের সঙ্গেও যুক্ত কুণাল ঘোষ। বছর ৫৭-র এই রাজনীতিক নিয়মিত সংবাদমাধ্যমের মুখোমুখি হন ও বিভিন্ন ইস্যুতে উত্তর দেন। গত কয়েকদিনে এসআইআর আবহে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন কুণাল।