Sujata slams Saumitra: ‘গাই-বাছুর নিয়ে লুকিয়ে আছেন দিল্লিতে’, সৌমিত্রকে ‘চরিত্রহীন’ বলে বোমা ছুড়লেন সুজাতা

Sujata slams Saumitra: দিলীপকে নিয়ে বিজেপিতে চাপানউতোরের মধ্যে সৌমিত্রকে আক্রমণ করলেন প্রাক্তন স্ত্রী সুজাতা। তিনি বলেন, "তাঁর যে মানসিক হতাশা, তা পরিষ্কার বোঝা যাচ্ছে। কে কোথায় তাঁর সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে ঘুরতে গেলেন, মন্দিরে গেলেন, ফোটো তুললেন, তা দেখার দায়িত্ব তৃতীয় কোনও ব্যক্তির নয়।

Sujata slams Saumitra: গাই-বাছুর নিয়ে লুকিয়ে আছেন দিল্লিতে, সৌমিত্রকে চরিত্রহীন বলে বোমা ছুড়লেন সুজাতা
তরজা রাজনৈতিক মহলে

| Edited By: সঞ্জয় পাইকার

May 02, 2025 | 3:53 PM

কলকাতা: দিলীপ ঘোষকে ঘিরে বিজেপির অন্দরে চাপানউতোর। এই নিয়ে এবার প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্রকে ‘দলবদলু, চরিত্রহীন’ বলে আক্রমণ করলেন প্রাক্তন স্ত্রী সুজাতা। দিলীপ ঘোষকে আক্রমণ করায় সৌমিত্রর মানসিক হতাশাও স্পষ্ট হয়ে গিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

গত বুধবার (৩০ এপ্রিল) দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়। ওই সস্ত্রীক দিঘায় জগন্নাথ মন্দিরে যান দিলীপ। তা নিয়ে রাজ্য বিজেপিতে চাপানউতোর বেড়েছে। দিলীপের বিরুদ্ধে সরব হন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। দিলীপকে আক্রমণ করে তিনি বলেন, “একজন ত্যাগী থেকে কীভাবে ভোগী হতে হয় তার আদর্শ নিদর্শন আপনি। দিলীপবাবু বাবুল সুপ্রিয় থেকে মুকুল রায়, এদের তাড়িয়ে আজ নিজেই তাঁদের পথ অনুসরণ করছেন।” কারও নাম না করে দিলীপ পাল্টা বলেন, “চরিত্র নিয়ে কারা কথা বলছে, যাদের দিনের জীবন এক, রাতের জীবন এক। যাঁদের ৪টে বউ, ৮টা গার্লফ্রেন্ড, তাঁরা চরিত্র নিয়ে কথা বলছে।”

তাঁর নাম না নিলেও দিলীপকে জবাব দিয়ে সৌমিত্র বলেন, “যাকে বিয়ে করেছি পারমিতা তিনি ভারতীয় জনতা পার্টির এক কর্মীর স্ত্রী ছিলেন। সেই কর্মীর মৃত্যুর পর আমি তাঁকে বিয়ে করেছি। আমি ভাল কাজ করেছি। আমি খুব ভাল কাজ করেছি।” এরপরই দিলীপকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আমার জেলায় ঢুকতে দেব না। আমার বাঁকুড়া জেলায় ঢুকলে তুমুল বিক্ষোভ দেখাব।”

দিলীপকে নিয়ে বিজেপিতে চাপানউতোরের মধ্যে সৌমিত্রকে আক্রমণ করলেন প্রাক্তন স্ত্রী সুজাতা। তিনি বলেন, “তাঁর যে মানসিক হতাশা, তা পরিষ্কার বোঝা যাচ্ছে। কে কোথায় তাঁর সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে ঘুরতে গেলেন, মন্দিরে গেলেন, ফোটো তুললেন, তা দেখার দায়িত্ব তৃতীয় কোনও ব্যক্তির নয়। আরও একটা বিষয়, বিজেপির যে ভণ্ড হিন্দুত্বের রাজনীতি ও গোয়ালঘরে যে মারাত্মক রকমের গুঁতোগুঁতি, তা স্পষ্ট হয়ে গিয়েছে।”

দিলীপের প্রশংসা করে সুজাতা বলেন, “দিলীপবাবু বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। বিধায়ক, সাংসদ ছিলেন। এবার কোনও কারণে জিততে পারেননি। কিন্তু, তাঁকে বিচার করছেন কারা? তাঁদের ক্যারেক্টার সার্টিফিকেট দিলীপবাবু দিয়ে দিয়েছেন।”

এখানেই না থেমে সুজাতা বলেন, “উনি হিন্দু। উনি ধার্মিকতার পরিচয় দিয়েছেন। অযোধ্যার রামমন্দির দেখতে গেলেই বিজেপির কাছে হিন্দু। আর দিঘার জগন্নাথ ধামে গেলে হিন্দু, অহিন্দু প্রমাণ দিতে হবে। বিজেপির ভন্ডামি প্রমাণ হয়ে গেল। মুখ্যমন্ত্রী যে অসাধারাণ কর্মসূচি করেছেন, তা জানিয়েছেন দিলীপবাবু। তাঁর দিঘা যাওয়াতে বঙ্গ বিজেপির কিছু আবর্জনা, যাঁদের একসময় তৃমূলের দয়ার দানে পেট চলেছে, এখন তাঁদের বিজেপির দয়ার দানে পেট চলছে, তাঁরা সরব হয়েছেন।”

এরপরই সৌমিত্রকে তীব্র আক্রমণ করে সুজাতা বলেন, “দলবদলের সব রেকর্ড যিনি ভেঙে দিয়েছেন, সেইরকম একজন দলবদুল, ধান্দাবাজ, চরিত্রহীন ব্যক্তি সরব হয়েছেন। ওঁর গায়ে লাগার কারণ হচ্ছে, দিলীপবাবু ওঁর ক্যারেক্টার সার্টিফিকেট স্পষ্ট করে দিয়েছেন। নাম না করলেও দিলীপবাবু কাকে ওই ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছেন, তা উনি বুঝতে পেরেছেন। তাই ওঁর গায়ে লেগেছে। আসলে গাই-বাছুর নিয়ে দিল্লিতে লুকিয়ে আছেন তো। ভেবেছিলেন অন্তত হাফ প্যান্ট মন্ত্রী হবেন, তা না হতে পেরে মানসিক হতাশায় আক্রমণ করছেন।” দিলীপকে বাঁকুড়া ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি নিয়ে সুজাতা বলেন, “বিষ্ণুপুর বা বাঁকুড়া কারও বাবার জায়গা নয়। কে আসবেন না আসবেন, তৃতীয় কোনও ব্যক্তির ঠিক করার কেউ নন।”