Firhad Hakim CBI Raid: ‘মন্ত্রীদের টার্গেট করছে CBI’, তল্লাশি নিয়ে কি আগেই অনুমান করেছিলেন মন্ত্রী?
Firhad Hakim: এর আগে মন্ত্রী বলেছিলেন, "ইডি-সিবিআই হানা দিয়ে কী পেল তা যেন তাঁরা আদালতে জমা দেন। মহামান্য আদালতের কাছে আর্জি বিষয়টি যেন জানানো হয়।" একইসঙ্গে সম্মানহানির কথাও তুলে ধরেন তিনি। বলেন, "ইডি-সিবিআই রেড কোনও ব্যাপার নয়। কিন্তু এত সামাজিক অসম্মান হয়। সংবাদমাধ্যম চ্যানেলে চালানো হয়।"
কলকাতা: বাড়িতে তল্লাশি চলতে পারে তা কি আগেই বুঝতে পেরেছেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম? Tv9 বাংলায় আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, “মন্ত্রীদের টার্গেট করছে সিবিআই। পরিকল্পনা করে হেনস্থার চক্রান্ত কেন্দ্রীয় এজেন্সির।” তাঁর দাবি ছিল, তদন্তে মিলবে না কিছুই।
এর আগে মন্ত্রী বলেছিলেন, “ইডি-সিবিআই হানা দিয়ে কী পেল তা যেন তাঁরা আদালতে জমা দেন। মহামান্য আদালতের কাছে আর্জি বিষয়টি যেন জানানো হয়।” একইসঙ্গে সম্মানহানির কথাও তুলে ধরেন তিনি। বলেন, “ইডি-সিবিআই রেড কোনও ব্যাপার নয়। কিন্তু এত সামাজিক অসম্মান হয়। সংবাদমাধ্যম চ্যানেলে চালানো হয়। একজন মানুষ রাজনীতির সঙ্গে যুক্ত বলে তাঁকে চোরের স্ট্যাম্প লাগিয়ে দেওয়া হয় এটাতে সামাজিক অসম্মান হয়। হয়ত কিছুই পাওয়া যাবে না।” আত্মবিশ্বাসী মন্ত্রী বলেছিলেন, “দশ বছর পরে আমার কেসেও আমি জানি কিছুই মিলবে না। দশ বছর ধরে অসম্মান হবে, ক্রিয়েটেট মিথ্যে কথা বলা হবে। একাংশ মানুষ আনন্দিত হবে। এটা ঠিক নয়।”
প্রসঙ্গত, আজ পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ও কামারহাটির বিধায়ক মদন মিত্রর বাড়িতে হানা দেন সিবিআই আধিকারিকরা। দুই বিধায়কের বাড়িই ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয় পরিবারের সদস্য থেকে শুরু করে আইনজীবীদের।