AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Madan Mitra: দুপুরে বিধানসভায়, রাতে হঠাৎ অসুস্থ মদন, ভর্তি SSKM-এর উডবার্নে

Madan Mitra: আজ দুপুরেও শারীরিক অসুস্থতার মাঝে বিধানসভায় গিয়েছিলেন তিনি। বিধানসভাতেও অসুস্থতা বোধ করছিলেন তিনি। এরপরই রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। আপাতত সেখানেই উডবার্ন ব্লকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক।

Madan Mitra: দুপুরে বিধানসভায়, রাতে হঠাৎ অসুস্থ মদন, ভর্তি SSKM-এর উডবার্নে
এসএসকেএম-এ ভর্তি মদন মিত্রImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 04, 2023 | 11:43 PM
Share

কলকাতা: এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) ভর্তি কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন মদন। সোমবার রাত সাড়ে আটটা নাগাদ তাঁকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। আপাতত এসএসকেএম-এর উডবার্ন ব্লকের ২০৬ নম্বর কেবিনে ভর্তি রাখা হয়েছে তাঁকে তৃণমূল বিধায়ককে। বিধানসভায় এখন শীতকালীন অধিবেশন চলছে। আজ দুপুরেও শারীরিক অসুস্থতার মাঝে বিধানসভায় গিয়েছিলেন তিনি। বিধানসভাতেও অসুস্থতা বোধ করছিলেন তিনি। এরপরই রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। আপাতত সেখানেই উডবার্ন ব্লকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক।

রাজ্যের শাসক শিবির তৃণমূল কংগ্রেসের অন্যতম বড় মুখ মদন মিত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী। অতীতে রাজ্য মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন মদন মিত্র। এসএসকেএম হাসপাতালেও এককালে প্রচণ্ড প্রভাব ছিল কামারহাটির তৃণমূল বিধায়কের। এখন দলের বড় কোনও পদে না থাকলেও, বঙ্গ রাজনীতির আঙিনায় একইরকম জনপ্রিয় মদন মিত্র। শুধু রাজনীতির পরিসরেই নয়, রাজনীতির আঙিনার বাইরেও ভীষণ জনপ্রিয়তা মদন মিত্রর। সম্প্রতি একটি সিনেমাও করেছেন তিনি। রাজনীতির পরিসরে হোক বা সোশ্যাল মিডিয়ায় সব জায়গাতেই মদনের সমান বিচরণ। ফেসবুকে মদন মিত্রের লাইভ দেখার জন্য হুড়মুড়িয়ে ভিড় করেন প্রচুর মানুষ, তাঁদের মধ্যে অরাজনৈতিক অনুগামীও রয়েছেন অনেক।

প্রসঙ্গত, আজ বিধানসভা অল্প সময়ের জন্যই ছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। তার মধ্যেই প্রবীণ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে মদন মিত্রকে। প্রবীণদের দীর্ঘদিন পদ আঁকড়ে থাকা নিয়েও খোঁচা দিয়েছিলেন মদন।