Madan Mitra: ‘দু-চারটে পটকাবাজি ফাটবে না, কালীপুজো হবে?’, পঞ্চায়েতে বোমাবৃষ্টি প্রসঙ্গে ‘মদন উবাচ’
Madan Mitra: সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে রাজ্যে লাগাতার বোমা উদ্ধার! সেই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে নাম না করে মদন মিত্র বলেন, "২৯৪ সিট। এক লক্ষের উপর পঞ্চায়েত। তাতে দু'চারটে পটাকা বাজি ফাটবে না কালিপুজো হবে? এমনটা হয় নাকি।"

কলকাতা: বিগত বেশ কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণের খবর প্রকাশ্যে এসেছে। সেই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সাংসদ অর্জুনের মুখে শোনা যায় ‘আজব তত্ত্ব’। অত্যাধিক গরমের জন্যই নাকি ফাটছে বোমাগুলি। মঙ্গলবার দাবি করেন অর্জুন। তবে শুধু একা অর্জুন নন। কামারহাটির (Kamarati) তৃণমূল বিধায়ক মদন মিত্রও (Madan Mitra) দিলেন বোমা উদ্ধার নিয়ে প্রতিক্রিয়া।
সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে রাজ্যে লাগাতার বোমা উদ্ধার! সেই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে নাম না করে মদন মিত্র বলেন, “২৯৪ সিট। এক লক্ষের উপর পঞ্চায়েত। তাতে দু’চারটে পটাকা বাজি ফাটবে না কালিপুজো হবে? এমনটা হয় নাকি।”
উল্লেখ্য, সোমবার উত্তর ২৪ পরগনার বনগাঁয় বোমা ফেটে মৃত্যু হয় বছর বারোর এক নাবালকের। পুলিশ সূত্রে খবর, বোমাটি শৌচালয়ে রাখা ছিল। ওই দিন সকালে প্রাতঃকৃত করতে যায় ওই নাবালক। তখনই বিকট শব্দে ফেটে যায় বোমাটি। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মর্মান্তিক এই ঘটনার পর নড়েচড়ে বসে রাজনৈতিক মহল। প্রতিক্রিয়া দেন শাসক বিরোধী সকলে। চলে একের অন্যকে দোষারোপ।
মঙ্গলবার সকালে এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে অর্জুন সিং বলেন, “এত রোদ উঠছে সেই কারণে বোমা ফাটছে। পুলিশ সক্রিয় তাই বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধার করছে। আর বাংলায় বোমা কোন দিন ছিল না ? সিপিএম এর জামানায় ছিল, তৃণমূলের জামানায়ও আছে। পুলিশ যত সক্রিয় হবে তত তাড়াতাড়ি বোমা উদ্ধার হবে আর অপরাধীরা জেলে থাকবে। আর বোমা হল সব থেকে সস্তার অস্ত্র। পুলিশ সক্রিয় রয়েছে বলেই এত বোমা উদ্ধার হচ্ছে।”
তবে শুধু অর্জুন নয়, বিগত কয়েকদিন আগে রাজ্যে বোমা বিস্ফোরণের ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, “তীব্র গরম পড়েছে। এই গরমে পটাশিয়াম ক্লোরেট ও আর্সেনিক ট্রাইসালফাইড বাইরে রাখলে তা বিস্ফোরণ হতেই পারে।”
