কলকাতা: তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ‘রঙিন ছেলে’। মুখ্যমন্ত্রীর কথামতো আজকাল রবীন্দ্রসংগীত ছাড়া আর কোনও গান গান না। কয়েকদিন আগে শুভেন্দুর কটাক্ষবাণীর পর অবশ্য মদন গেয়েছিলেন, ‘দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না…’। এবার মদনের গলায়, ‘আমার হাত বাঁধিবি পা বাঁধিবি, মন বাঁধিবি কেমনে…’। আর গাড়ি ছেড়ে এবার রয়্যাল এনফিল্ড বাইক ধরেছেন কামারহাটির বিধায়ক। ছুটে বেড়াচ্ছেন ইতিউতি। কিন্তু কেন?
গায়ে দামি কালো ট্র্যাক শ্যুট, চোখে কালো রোদচশমা। মুখে ফিরছে গানের কলি, “আমার হাত বাঁধিবি পা বাঁধিবি, মন বাঁধিবি কেমনে”। মদন আছেন মদনেই। রয়্যাল এনফিল্ড বুলেটে চালিয়ে পাড়া পরিক্রমা করছেন শীতের দুপুরে। শশব্যস্ত শাখারি পাড়া। হঠাৎ হলটা কী মদন মিত্রের? সাজোয়া গাড়ি ছেড়ে বাইক কেন আবার এই বয়সে?
আসলে মদন মানেই চমক। কী পোশাকে, কী মেজাজে, নতুন কিছু চান তৃণমূল বিধায়ক। মদনকে দেখতে ভিড় জমে যায় পুরনো পাড়ায়। হাজারো কৌতূহলী মুখের সামনে দাঁড়িয়ে পরে নিজেই রহস্যের জট খুললেন কামারহাটির বিধায়ক। জানালেন, “কামারহাটির অলিতে গলিতে প্রচার করব এবার বাইকে চেপে। তারই প্র্যাকটিস করছি”।
কিন্তু কামারহাটি পুরসভার ভোট তো এখনও ঘোষণাই হয়নি। আগেভাগে প্রস্তুতি? মদন মিত্র জানাচ্ছেন, হ্যাঁ আগেভাগেই তিনি রেডি। আসলে মদনের কাছে ভোট মানেই নতুন নতুন অভিনব প্রচার কৌশল। ২০২১ সালের বিধানসভা ভোট মেতেছে মদনের গানে। মদনের ‘ওহ্ লাভলি’ মন্তব্য সিনেমার ডায়লগের মতো আওড়াচ্ছেন যুবক-যুবতীরা।
এবার চার পুর কর্পোরেশন নির্বাচনের পরই রাজ্য জুড়ে হবে পুরসভার ভোট। ভোট হবে কামারহাটি, বারাকপুরে। তারই প্রচার প্রস্তুতি শুরু করেছেন মদন। এবার এলাকার অলিগলিতে পৌঁছেতে চান মদন। তাই চারচাকার গাড়ি নয়, ভরসা বাইক। এই জন্যই বাইক নিয়ে মহড়া শুরু করে দিয়েছেন মদন। বিধায়কের সাফ কথা, “মুখ্যমন্ত্রী বাইক র্যালিতে আপত্তি জানিয়েছিলেন। কিন্তু বাইক চেপে ঘোরায় তো আপত্তি নেই”। তাই এবার পুরভোটে মাইক ছেড়ে বাইকে চেপেই প্রচারে নামছেন মদন। শীতের অলস দুপুরে চলছে তারই মহড়া।
বাইক চালাতে চালাতে থামলেন মদন। তার পর বললেন, “আবার এইটায় চলতে চলতে যদি, এটা গাওয়া যায়… ‘এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হত তুমি বলো তো…’। তৃণমূল বিধায়কের খোঁচা, “ভেবেছিলাম বিজেপিকে পিছনে পাব। দেখলাম বিজেপি ফোটার আগে ফুরিয়ে গেল… লা-লা-লা। বিজেপি এত অল্পে ফুরিয়ে যাবি ভাবতে পারিনি”। বলেই আবার বাইকে স্টার্ট দিলেন ৬৮ বছরের ‘রঙিন ছেলে’ মদন গোপাল মিত্র।
আরও পড়ুন: Nisith Pramanik: বিমান বিভ্রাট! বরাত জোরে প্রাণে বাঁচলেন নিশীথ প্রামাণিক
আরও পড়ুন: Arjun Singh On Adhir Chowdhury: ‘উনি গুরুদেব লোক আছেন,’ অধীরকে বিজেপিতে আহ্বান অর্জুনের