Jyotipriya Mallick: বছর ঘুরলেই লোকসভা, বালুর অভাব কভার আপ করতে কী প্ল্যান তৃণমূলের

TMC: উত্তর ২৪ পরগনায় শাসক দলের সংগঠনের অন্যতম প্রধান স্তম্ভ তিনি। লোকসভা ভোটের মুখে জ্যোতিপ্রিয়র গ্রেফতারিতে কি উত্তর ২৪ পরগনায় তৃণমূলের সংগঠনে ধাক্কা লাগতে পারে?

Jyotipriya Mallick: বছর ঘুরলেই লোকসভা, বালুর অভাব কভার আপ করতে কী প্ল্যান তৃণমূলের
জ্যোতিপ্রিয় মল্লিকImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Nov 01, 2023 | 9:41 PM

কলকাতা: রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। উত্তর ২৪ পরগনায় শাসক দলের সংগঠনের অন্যতম প্রধান স্তম্ভ তিনি। লোকসভা ভোটের মুখে জ্যোতিপ্রিয়র গ্রেফতারিতে কি উত্তর ২৪ পরগনায় তৃণমূলের সংগঠনে ধাক্কা লাগতে পারে? কীভাবে দেখছেন উত্তর ২৪ পরগনার বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়? বিধায়কের বক্তব্য, জ্যোতিপ্রিয় মল্লিকের অভাব অনুভূত হবে। তবে বাকিদের সকলকে মিলে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে হবে। তাপস রায় বলছেন, ‘কখনও কখনও ব্যক্তির প্রভাব পড়ে। কখনও কখনও সেটাকে কভার আপ করতে হয় যৌথ নেতৃত্বের মাধ্যমে। অসম্ভব বলে কিছু নেই।’

উল্লেখ্য, এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারির পর রাজ্যের শাসক দলের নেতাদের যেমন অবস্থান দেখা গিয়েছিল, জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে এখনও পর্যন্ত দলের অবস্থান সেরকম নয়। বরং অনেকটা সাবধানী মন্তব্য করছেন নেতারা। এমনই মনে করছে রাজনৈতিক মহল। শুধু তাই নয়, জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর বারাসত, বসিরহাট, হাবরা, মধ্যমগ্রাম-সহ উত্তর ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিলও হয়েছিল। মিছিলে হেঁটেছিলেন রাজ্যের বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষও।

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি প্রসঙ্গে মুখ খুলেছেন। প্রথমে রাজনৈতিক প্রশ্ন বলে উত্তর দিতে না চাইলেও, পরে জ্যোতিপ্রিয় মল্লিকের সময়ে খাদ্য দফতরে কীভাবে পরিবর্তন এসেছে, সেই ব্যাখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, জ্যোতিপ্রিয়র পরিবার-পরিজনদের মনের অবস্থার কথাও উঠে আসে মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকে।

উল্লেখ্য, তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা সংগঠনের অন্যতম বড় মুখ জ্যোতিপ্রিয় মল্লিক। তৃণমূল কংগ্রেসের একেবারে শুরুর দিন থেকে রয়েছেন তিনি। দক্ষ সংগঠক হিসেবে বার বার নিজের পরিচয় দিয়েছেন তিনি। লোকসভা ভোটের আগে জ্যোতিপ্রিয়র গ্রেফতারির পর এবার সংগঠনকে আগলে রাখতে মরিয়া তৃণমূল।