
কলকাতা: SIR-ইস্যুতে পথে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ তাঁদের এই মিছিল শুরু হবে। জানা যাচ্ছে, বিআর আম্বেদকর মূর্তির পাদদেশ থেকে জোড়া সাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত এই মেগা র্যালি হতে চলেছে তৃণমূল কংগ্রেসের। আগামী ৪ নভেম্বর থেকে SIR প্রক্রিয়া শুরু হবে বাংলায়। ঠিক সেই দিনই পথে নামছে তণমূল।
বাংলায় SIR হবে এই ঘোষণা হতেই রাজনৈতিক চাপানউতোর আরও বেড়েছে। তারপর রাজ্যের বিভিন্ন জেলা থেকে একের পর এক আত্মহত্যা ও আত্মহত্যার চেষ্টার ঘটনা প্রকাশ্যে এসেছে। সেই নিয়ে কম জল্পনা তৈরি হয়নি। প্রথমে আগরপাড়ায় আত্মহত্যার ঘটনা প্রকাশ্যে এসেছে। একই সঙ্গে ব্যারাকপুর থেকেও এক মহিলা গায়ে আগুন দিয়েছেন। আবার উত্তরবঙ্গে এক কৃষক বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এই নিয়ে তৃণমূল আগেই সরব হয়েছিল। খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারেবারে মুখ্য নির্বাচনী আধিকারিককে ‘ওয়ার্নিং’ দিয়েছিলেন, একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে ছেড়ে কথা বলা হবে না। দরকারে দিল্লিতে বিক্ষোভ দেখানও হবে বলেও জানিয়েছিলেন তিনি। এই আবহে খোদ মমতা-অভিষেকের এই একসঙ্গে মিছিল যে কমিশনের উপর আরও চাপ বাড়তে পারে বলেই মত বিশ্লেষকদের একাংশের। ব্স্তুত, এর আগে ভীন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর হেনস্থার অভিযোগে পথে নেমেছিলেন তৃণমূল সুপ্রিমো। তার আগে পেট্রোল-ডিজেট ও গ্যাসের দাম বৃদ্ধির অভিযোগে পথে নামেন তিনি। আর এবার ভোটের পূর্বে খোদ মুখ্যমন্ত্রীর এই পথে নামা কতটা তাৎপর্যপূর্ণ বলার অপেক্ষা রাখে না।
বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “এই রাজ্যে নির্বাচনের ক্ষেত্রে SIR কোনও বিষয় নয়। গোটা ভারতে আর যে সব রাজ্যে এসআইআর হচ্ছে সেখানে কোনও তাপ উত্তাপ নেই। অথচ যা হচ্ছে এই বাংলায়।”