Abhishek Banerjee: ‘নোটবন্দির পর ভোটবন্দিতে ২৪০ থেকে ১০০ নামবে’, বিজেপি-কে আক্রমণ অভিষেকের
Abhishek Banerjee: তিনি বলেন, "আমি অনুরোধ করব, এরা যে CAA ক্যাম্প করছেন আপনাদের মাধ্যমে সেই ফাঁদে পা দেবেন না। যদি এই ফাঁদে পা দেন অসমে ১২ লক্ষ হিন্দু বাঙালির মতো অবস্থা হবে। সবাইকে ডিটেনশন ক্যাম্পে ফেলবে। তৃণমূল থাকতে কাউকে ডিটেনশন ক্য়াম্পে যেতে হবে না। কেউ ভয় পাবেন না। আতঙ্কে থাকবেন না। আমাদের কর্মীরা রাস্তায় নেমেছে। প্রতিটি অঞ্চলে প্রতিটি ওয়ার্ডে হেল্প ডেস্ক তৈরি করা হচ্ছে। এমপি-এমএলএ-রা দায়িত্বে থাকবে।"

অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদImage Credit: Tv9 Bangla
দলে আবারও প্রত্যাবর্তন একদা মেয়র তথা বর্তমান NKDA-র চেয়ারম্যান শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্য়ায়। আজ তৃণমূল ভবন থেকে সুব্রত বক্সীর হাত থেকে পতাকা তুলে নেন তাঁরা। এরপরই এই নিয়ে প্রতিক্রিয়া দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। এছাড়াও এসআইআর ইস্যুতেও মুখ খুলেছেন তিনি।
অভিষেকের বক্তব্য একনজরে
- অভিষেক বন্দ্যোপাধ্যায়: হঠাৎ করে ইচ্ছা হল রাতারাতি ঘোষণা করলাম আজ থেকে পাঁচশো-হাজার টাকার নোট বন্ধ। ১৪০ কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে দেন। দশ বছর বাদে আবারও নভেম্বর মাসে…সেটা হয়েছিল ৮ই নভেম্বর এটা ৪ নভেম্বর। নোটবন্দির পর এরা ৩০৩ থেকে ২৪০ নেমেছে। আর এবার ভোটবন্দিতে ২৪০ থেকে ১০০তে নামবে
- অভিষেক বন্দ্যোপাধ্যায়: কালকে কুলপি তে ২০০২ এর ভোটার লিস্ট নেই। আপলোড হয়েছে ২০০৩ এর খসড়া। এর জবাব কে দেবে?
- অভিষেক বন্দ্যোপাধ্যায়: এখনও SIR শুরু হয়নি। তার আগে ছজন মারা গেছেন। যেভাবে বাংলার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এই কারণেই আমরা বাংলা বিরোধী বলি।
- অভিষেক বন্দ্যোপাধ্যায়: আমি অনুরোধ করব, এরা যে CAA ক্যাম্প করছেন আপনাদের মাধ্যমে সেই ফাঁদে পা দেবেন না। যদি এই ফাঁদে পা দেন অসমে ১২ লক্ষ হিন্দু বাঙালির মতো অবস্থা হবে। সবাইকে ডিটেনশন ক্যাম্পে ফেলবে। তৃণমূল থাকতে কাউকে ডিটেনশন ক্য়াম্পে যেতে হবে না। কেউ ভয় পাবেন না। আতঙ্কে থাকবেন না। আমাদের কর্মীরা রাস্তায় নেমেছে। প্রতিটি অঞ্চলে প্রতিটি ওয়ার্ডে হেল্প ডেস্ক তৈরি করা হচ্ছে। এমপি-এমএলএ-রা দায়িত্বে থাকবে।
- অভিষেক বন্দ্যোপাধ্যায়: গতকাল এক সাক্ষাৎকারে অমিত শাহ বলেছেন, যারা ভারতে জন্মায়নি তাঁদের ভারতে ভোট দেওয়ার কোনও অধিকার নেই। তার যুক্তির নীরিক্ষেই দেখি তাহলে বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানির ভোটাধিকার প্রয়োগের অধিকার নেই। লালকৃষ্ণ আডবানির জন্য কোথায়? তাহলে শান্তনু ঠাকুরের ভোটের অধিকার নেই। মতুয়া ভাইবোনদের কারও ভোট দেওয়ার অধিকার নেই। এটা আমি বলছি না, এটা অমিত শাহ বলেছেন।
- অভিষেক বন্দ্যোপাধ্যায়: আমার প্রথম প্রশ্ন ২০০২ এর ভোটার তালিকায় নাম ছিল তাঁদের নাম বাদ যাবে না। সোনালী খাতুন যাঁকে বাংলাদেশি বলে পাঠিয়ে দেওয়া হয়েছে তাঁর মায়ের নাম ২০০২ এর তালিকায়। মুরারই বিধানসভার খসড়া তালিকায় সোনালী মা-বাবার নাম রয়েছে। তারপরও বাংলাদেশি বলে পাঠিয়ে দেওয়া হয়েছে।
- অভিষেক বন্দ্যোপাধ্যায়: এসআইআর হওয়ার পর থেকে দুর্ভাগ্যজনক ঘটনা সামনে এসেছে। ৬টা দুর্ভাগ্যজনক ঘটনা প্রকাশ্যে এসেছে। আমরা প্রথম থেকে বলেছি যোগ্য ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে নিয়ে যাবে। ওদের বিরুদ্ধে লড়াই তীব্রতর হবে। ইতিমধ্যেই যে পাঁচ-ডন ছজন মারা গেছে তাঁরা যোগ্য নাকি অযোগ্য?
- অভিষেক বন্দ্যোপাধ্যায়: রাজ্যের সভাপতি সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন। কে কোন রাজনৈতিক দল করবে তা বেছে নেওয়ার অধিকার সকলের রয়েছেন। উনি কয়েক বছর সক্রিয় রাজনীতিতে ছিলেন না। তবে নিয়মিত দলনেত্রীর সঙ্গে যোগাযোগ ছিল। দলনেত্রীর অনুমোদনক্রমে শোভনদা ও বৈশাখীদি দুজনকে দলে ফেরানো হয়েছে। আগামীতে তাঁরা সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবেন। এবং আমি সকলের কাছে আবেদন করব জাতি দলমত নির্বিশেষে, রাজনৈতিক দল নির্বিশেষে যেভাবে বিজেপি বাংলার বুকে আঘাত আনছে। যেভাবে বাংলাকে অপমান করছে এই কেন্দ্রের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। আমি বঙ্গবাসীর কাছে অনুরোধ করব একজোট হয়ে লড়তে। যাঁরা বাংলার মানুষের থেকে ভোট নিয়ে বাঙালিকে বাংলাদেশি বলে তার বিরুদ্ধে লড়াই তৃণমূলের নয়। তা আপামোর বঙ্গবাসীর। আমাদের আগামীকাল মিছিল আছে। এসআইআর এর বিরুদ্ধে সকলকে আবেদন জানানো হয়েছএ। বিভিন্ন জেলা থেকে লোকেদের আসতে বারণ করা হয়েছে। যেহেতু এনুমারেশন ফর্ম আছে। কাল থেকে বাড়ি বাড়ি বিএলও-রা যাবেন। আগামিকালের ঐতিহাসিক মিছিলে আপনাদের বলব যোগ দিতে।
শীতের টাটকা ধনেপাতা দিয়ে বানান টেস্টি চাটনি, সময় লাগবে মাত্র ২ মিনিট
৫ মিনিটে বানান সুস্বাদু পালং শাকের ক্রিস্পি পকোড়া, রইল রেসিপি
ছাব্বিশে বদলে যাবে বিশ্ব! বাবা ভাঙ্গার ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী ফেলল আলোড়ন
শীত মানেই কেক-পেস্ট্রির সময়, বাড়িতে সহজে বানান অরেঞ্জ পেস্ট্রি
ফ্যাট টু ফিট! তিল-গুড়ের লাড্ডু কেন শীতকালের সুপারফুড?
ফের হাসপাতালে পলাশ, কেমন আছেন স্মৃতির হবু বর?
