Mahua Moitra Wedding: বিয়ে করেছেন মহুয়া, দিয়েছেন কেক কাটার ছবি! দেখতেই অভিষেক লিখলেন…

Mahua Moitra Wedding: তবে কি বিয়ে করেছেন তৃণমূল সাংসদ? সকাল থেকে এই নিয়ে চলছিল টালবাহানা। ৫১ বছরের মহুয়া কি সত্যি বিয়ে করেছেন? প্রশ্ন করেছিল টিভি৯ বাংলাও। কিন্তু মহুয়া জানান, সব ছবি ভুয়ো। ওনার এই বয়ান সকালের।

Mahua Moitra Wedding: বিয়ে করেছেন মহুয়া, দিয়েছেন কেক কাটার ছবি! দেখতেই অভিষেক লিখলেন...
বাঁদিকে মহুয়া-পিনাকী, ডান দিকে অভিষেক Image Credit source: X | PTI

| Edited By: Avra Chattopadhyay

Jun 05, 2025 | 10:00 PM

কলকাতা: বার্লিনের ব্র্য়ান্ডেনবার্গ গেট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ঐতিহাসিক গেট পেরিয়ে হিটলারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন নেতাজি। আজ ২০২৫ সালে রাজনীতির বাগানে যখন প্রজাপতির বাহার, সেই সময় ওই গেটের সামনেই হাঁটতে দেখা গেল মহুয়া মৈত্রকে। গলায় সোনার নেকলেস। পরনে একটা শাড়ি। লুক বলে, আস্ত বিয়ের সাজ।

তবে কি বিয়ে করেছেন তৃণমূল সাংসদ? সকাল থেকে এই নিয়ে চলছিল টালবাহানা। ৫১ বছরের মহুয়া কি সত্যি বিয়ে করেছেন? প্রশ্ন করেছিল টিভি৯ বাংলাও। কিন্তু মহুয়া জানান, সব ছবি ভুয়ো। ওনার এই বয়ান সকালের।

আর সন্ধে হতেই পট পরিবর্তন। গোটা পশ্চিমবঙ্গবাসীকে তিনি জানিয়ে দিলেন, বাঙালি ব্রাহ্মণ পরিবারের কন্যা গাঁটছড়া বেঁধেছেন ওড়িশার মিশ্র পরিবারের ছেলে পিনাকী মিশ্রর সঙ্গে। মহুয়ার এই দ্বিতীয় পক্ষের স্বামী পেশায় আইনজীবী। পাশাপাশি, ওড়িশায় বিজেডি ক্ষমতায় থাকাকালীন তিনি লোকসভায় সাংসদও ছিলেন।

এদিন মহুয়া-পিনাকীর বিয়ে কথা শুনে অভিনন্দন জানিয়েছেন অভিষেক। নিজের এক্স হ্যান্ডেলে মহুয়া-পিনাকীর কেক কাটার ছবি রিপোস্ট করে তিনি লেখেন, ‘অনেক শুভেচ্ছা। এটা একটা নতুন অধ্যায়। দু’জনের সম্পর্ক যেন সুখ সমৃদ্ধি হয়, এমনটাই প্রাথর্না করি।’

উল্লেখ্য, এই নিয়ে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই দুই রাজনীতিক। মার্কিন মুলুকে ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার থাকাকালীন এক ড্যানিশ ফিনান্সার লার্স ব্রর্সনের সঙ্গে বিয়ে করেছিলেন মহুয়া। তবে পরবর্তী সময় তাতে ছেদ পড়েছিল। তারপর সব ছেড়ে ভারতে চলে এসেছিলেন মহুয়া। অন্য দিকে, পিনাকী প্রথম বিবাহ করেন ওড়িশারই সঙ্গীতা মিশ্রকে। তাঁদের এক পুত্র ও কন্যা সন্তান রয়েছে। তবে বেশ কয়েক বছর হল সঙ্গীতার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে পিনাকীর।