কলকাতা: নজরে ছাব্বিশের ভোট। তার আগে শনিবার মেগা বৈঠকে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার আইপ্যাকের নাম করে টাকা তোলার অভিযোগ নিয়ে মুখ খুললেন অভিষেক। তৃণমূল ‘সেনাপতি’ এ নিয়ে একটি ফোন নম্বরও দিয়েছেন। স্পষ্ট জানিয়েছেন, আইপ্যাকের নাম করে পদ পাইয়ে দেব বলে টাকা চাওয়া হচ্ছে। যদি,এমন ফোন কেউ পান, তাহলে তা যেন সংশ্লিষ্ট নম্বরে ফোন করে যাচাই করে নেন।
বস্তুত, ভুতূড়ে ভোটার ধরতে একটি কমিটি গঠন করা হয়েছে। শনিবার ভার্চুয়াল বৈঠকে সেই নিয়ে বক্তব্য রাখছিলেন অভিষেক। তখনই আইপ্যাকের প্রসঙ্গ তোলেন তিনি। অভিষেক নিজেই জানান, অনেক সময়ই আইপ্যাক অথবা ক্য়ামাকস্ট্রিটের নাম করে টাকা চাওয়া হচ্ছে। তিনি বলেন, “আমার অফিস এবং আইপ্যাক এর নাম করে ব্লক সভাপতি করে দেব বলে টাকা চাইছে । এমন অভিযোগ পেয়েছি।”
এরপর বিষয়টি যাচাইয়ের উদ্দেশ্যে দলের কর্মীদের একটি নম্বর দেন অভিষেক। তৃণমূল সাংসদের দেওয়া নম্বরটি হল ৮১৪২৬৮১৪২৮। তৃণমূল ‘সেনাপতি’ বলেন, “সংশ্লিষ্ট নম্বরে ফোন করে যাচাই করুন আইপ্যাকের লোক কি না।” একই সঙ্গে এও যোগ করেন, “আমার অফিস থেকে কেউ গেলে সংশ্লিষ্ট জেলা সভাপতির কাছে আগাম বার্তা দিয়ে দেওয়া হবে।”
বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য যদিও বলেন, “এগুলো ওদের অভ্যন্তরীণ বিষয়। এই নিয়ে বিজেপি-র কী মাথা ব্যথা আছে? রাজ্যের মানুষ এখন তৃণমূল কংগ্রেসকে চিনে গিয়েছে। তৃণমূল থাকবে টাকা তুলবে। এটা ওদের অধিকারের মধ্যে পড়ে। কর্মসূচির মধ্যে পড়বে। ওঁরা মনে করে বাংলার মালিকানা তাঁদের।”