Abhishek Banerjee: শুভেন্দুর জেলায় বাড়তি নজর অভিষেকের, ছাব্বিশের ভোটে পূর্ব মেদিনীপুরে টার্গেট বেঁধে দিলেন

Sayanta Bhattacharya | Edited By: সঞ্জয় পাইকার

Mar 15, 2025 | 11:03 PM

Abhishek Banerjee: চব্বিশের লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের দুটি আসনই জিতেছে বিজেপি। এদিন ভার্চুয়াল বৈঠকে অভিষেক বলেন, "পূর্ব মেদিনীপুরে নিজেদের মধ্যে ঝগড়ার জন্য কাঁথি আসন হেরেছি। যদি সর্বশক্তি প্রয়োগ করতাম তাহলে জিততে পারতাম।"

Abhishek Banerjee: শুভেন্দুর জেলায় বাড়তি নজর অভিষেকের, ছাব্বিশের ভোটে পূর্ব মেদিনীপুরে টার্গেট বেঁধে দিলেন
অভিষেক বন্দ্যোপাধ্যায় (ফাইল ফোটো)
Image Credit source: Getty Images

Follow Us

কলকাতা: বাংলায় বিধানসভা নির্বাচনের আর বছর খানেক বাকি। তার আগে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে বাড়তি নজর তৃণমূলের। শনিবার দলের সব স্তরের নেতাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে পূর্ব মেদিনীপুরের নেতাদের সতর্ক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চব্বিশের লোকসভা নির্বাচনে দলের নেতাদের নিজেদের ঝগড়ার জেরে তৃণমূল কাঁথি আসনে হেরেছে বলে তিনি মন্তব্য করলেন। পূর্ব মেদিনীপুরের নেতাদের নিয়ে তিনি বৈঠক করবেন বলেও জানালেন। একইসঙ্গে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর থেকে কমপক্ষে কটি আসন জেতার লক্ষ্য নিচ্ছে তৃণমূল, তাও স্পষ্ট করে দিলেন।

চব্বিশের লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের দুটি আসনই জিতেছে বিজেপি। এদিন ভার্চুয়াল বৈঠকে অভিষেক বলেন, “পূর্ব মেদিনীপুরে নিজেদের মধ্যে ঝগড়ার জন্য কাঁথি আসন হেরেছি। যদি সর্বশক্তি প্রয়োগ করতাম তাহলে জিততে পারতাম।” গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে পূর্ব মেদিনীপুরের নেতাদের এদিন সতর্ক করে দেন অভিষেক। পশ্চিম মেদিনীপুরের কথা তুলে ধরে তিনি বলেন, “পশ্চিম মেদিনীপুরের মানুষ তো ভুল বোঝেননি। পাশের জেলায় মানুষ ভুল বুঝলেন কেন?”

কারও নাম না নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “আমাদের দলের একাধিক নেতা রয়েছেন, যাঁরা অন্যকে ছোট করতে গিয়ে দলের ক্ষতি করছেন। আমি নেতাজি ইন্ডোরের সভায় বলেছিলাম। এই কাজ করবেন না। দলকে বিপদে ফেলবেন না। আমি কিন্তু প্রত্যেকের গতিবিধি নজরে রেখেছি। আমি জানি, নির্বাচনের সময় কে কার সঙ্গে যোগাযোগ রেখেছিল। আমি কিন্তু যা বোঝার বুঝে গিয়েছি।”

এই খবরটিও পড়ুন

ছাব্বিশের নির্বাচনে পূর্ব মেদিনীপুর থেকে কমপক্ষে কতগুলি আসন জেতার লক্ষ্যমাত্রা নিয়েছে তৃণমূল, তাও এদিন স্পষ্ট করে দেন অভিষেক। তিনি বলেন, আগামী বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর থেকে কমপক্ষে ১২টি আসন জিততে হবে। প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের ১৬টি আসনের মধ্যে ৯টিতে জয়ী হন তৃণমূল প্রার্থীরা। বিজেপি পায় ৭টি আসন। তবে কয়েকদিন আগে হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল তৃণমূলে যোগ দিয়েছেন। গতবারের থেকে ছাব্বিশে পূর্ব মেদিনীপুরে যে বেশি আসন জিততে হবে, তা বুঝিয়ে দিলেন অভিষেক।

এদিন পূর্ব মেদিনীপুরের দুই বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও সৌমেন্দু অধিকারীকেও কটাক্ষ করেন অভিষেক। তাঁরা ‘রিমোট কন্ট্রোল’-র মতো চালিত হন বলে কটাক্ষ করেন তিনি।

মালদহ জেলা নিয়েও এদিন উষ্মা প্রকাশ করেন অভিষেক। তিনি বলেন, মালদহের ফলাফল খারাপ হয়েছে । এর জন্য নেতৃত্বের একাংশ দায়ী। তৃণমূলের ভোট কাটাকাটির জন্য কংগ্রেস-বিজেপি জিতেছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “মালদহে আপনারা বিভিন্ন পদে আছেন। নিজেদের মধ্যে ঝগড়া করেছেন। মালদহ নিয়ে আমি বৈঠক ডাকব। মালদহ থেকে অনেককে মন্ত্রী করা হয়েছে। দল অনেক সম্মান দিয়েছে। তার গুরুত্ব দিন।”

 

Next Article