AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: প্রথমবার সেবাশ্রয় ক্যাম্পে অভিষেক-পত্নী, কোথায় গেলেন?

Abhishek Banerjee's wife visited Sebaashray camp: গত এক সপ্তাহে নন্দীগ্রামে দুটি সমবায় নির্বাচনে বিজেপিকে পরাস্ত করেছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এটা সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের ফল। বাংলায় বিধানসভা নির্বাচনের আর একশো দিনও বাকি নেই। এই সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের হাত ধরেই নন্দীগ্রামে ফের ঘাসফুল ফুটবে বলে তৃণমূল আশাবাদী।

Abhishek Banerjee: প্রথমবার সেবাশ্রয় ক্যাম্পে অভিষেক-পত্নী, কোথায় গেলেন?
সেবাশ্রয় ক্যাম্প পরিদর্শন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়Image Credit: Social Media
| Edited By: | Updated on: Jan 27, 2026 | 1:04 AM
Share

কলকাতা: মুখ্যমন্ত্রীর পরিবারের বধূ তিনি। তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডের স্ত্রী। তবে তৃণমূলের কোনও রাজনৈতিক সমাবেশে তাঁকে দেখা যায় না। অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে প্রথমবার দেখা গেল সেবাশ্রয় ক্যাম্পে। সোমবার ডায়মন্ড হারবার SDO গ্রাউন্ডে চলা মডেল ক্যাম্প ঘুরে দেখলেন। পরিষেবা গ্রহণকারী সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন। এবং সার্বিক ব্যবস্থাপনার খোঁজখবর নেনও তিনি।

বছর খানেক আগে নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের সেবাশ্রয় স্বাস্থ্য শিবির শুরু করেছিলেন স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৭৫ দিন ধরে চলেছিল সেই স্বাস্থ্য শিবির। সেবাশ্রয়ের সেই ‘সাফল্যের’ পর সেবাশ্রয়-২ শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবার প্রাথমিকভাবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকাতেই এই স্বাস্থ্য শিবির হওয়ার কথা ছিল। পরে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামেও সেবাশ্রয় ক্যাম্প শুরুর সিদ্ধান্ত নেন অভিষেক। সেই মতো নন্দীগ্রামেও সেবাশ্রয়ের স্বাস্থ্য শিবির চলছে।

এরই মধ্যে গত এক সপ্তাহে নন্দীগ্রামে দুটি সমবায় নির্বাচনে বিজেপিকে পরাস্ত করেছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এটা সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের ফল। বাংলায় বিধানসভা নির্বাচনের আর একশো দিনও বাকি নেই। এই সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের হাত ধরেই নন্দীগ্রামে ফের ঘাসফুল ফুটবে বলে তৃণমূল আশাবাদী।

নতুন করে সেবাশ্রয় স্বাস্থ্য শিবির নিয়ে যখন আলোচনা চলছে, তখন এদিন আচমকা ডায়মন্ড হারবারের সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে পরিদর্শনে যেতে দেখা গেল অভিষেক-পত্নী রুজিরাকে। তৃণমূলের সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি সামনে এসেছে। সেখানে রুজিরাকে ঘিরে তৃণমূল কর্মীদের মধ্যে উচ্ছ্বাসের ছবি ধরা পড়েছে। রুজিরাও সাবলীলভাবে সবার সঙ্গে মিশে যান। সেবাশ্রয়ে পরিষেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন তিনি। তাঁর এই স্বাস্থ্য শিবিরে হঠাৎ করে যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে। এই নিয়ে অবশ্য রুজিরা কিংবা তৃণমূলের তরফে কিছু বলা হয়নি।