MLA Humayun Kabir: কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা নেই, মিম-সিপিএমের সঙ্গে কথা চলছে: হুমায়ুন
Humayun Kabir: তবে জোট না হলেও বিশেষ অসুবিধা নেই বলেই মত হুমায়ুনের। জোট না হলে তাঁর দল এককভাবে লড়াই করতেও প্রস্তুত। মালদায় ১২ টা বিধানসভার মধ্যে ইংরেজবাজার ছাড়া বাকি প্রায় সব আসনেই সরাসরি তৃণমূলের সঙ্গে লড়াই হবে বলে মত তাঁর।

মালদহ: ভোট এগিয়ে এলেও বাম কংগ্রেসের জোট হবে কি হবে না তা নিয়ে চাপানউতোরের অন্ত নেই। সব দলের নেতারাই বলছেন আলোচনা চলছে। এরইমধ্যে ভোটমুখী বাংলায় নতুন দল নিয়ে মাঠে নেমে পড়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। জোটের জন্য় বার্তা দিচ্ছেন তৃণমূল বিরোধী শক্তিগুলিকে। আগেই বলেছেন ৩০ তারিখ পর্যন্ত তাঁর দরজা খোলা। বাম, কংগ্রেস, আইএসএফ, মিম সবার জন্যই খোলা। কিন্তু এরইমধ্যে এবার মালদহে চার জায়গায় জনতা উন্নয়ন পার্টির কার্যালয় খুলতে এসে বড় মন্তব্য করে বসলেন হুমায়ুন। জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের সাফ কথা, কংগ্রেসের সঙ্গে জোট হওয়ার সম্ভাবনা নেই, তবে মিম, সিপিআইএম-এর সঙ্গে কথাবার্তা চলছে।
তবে জোট না হলেও বিশেষ অসুবিধা নেই বলেই মত হুমায়ুনের। জোট না হলে তাঁর দল এককভাবে লড়াই করতেও প্রস্তুত। মালদায় ১২ টা বিধানসভার মধ্যে ইংরেজবাজার ছাড়া বাকি প্রায় সব আসনেই সরাসরি তৃণমূলের সঙ্গে লড়াই হবে বলে মত তাঁর। ইংরেজবাজারে শুধু বিজেপির সঙ্গে লড়াই। গনিখান চৌধুরীর নামে ভোট হলেও মালদহে কংগ্রেস কার্যত মুছে গিয়েছে বলেই মত তাঁর। মৌসম বেনজির নুর আগে উত্তর মালদহে হেরেছিলেন। তিনি এখন ফের কংগ্রেসে। হুমায়ুন বলছেন, দক্ষিণ মালদহে ইসা খান চৌধুরী জিতেছেন। কিন্তু তা মুর্শিদাবাদ জেলার জন্যেই। তাঁর জেতার পিছনে সামসেরগঞ্জ আর ধুলিয়ানের মানুষই রয়েছে।
তবে হুমায়ুন যাই বলুন, নওশাদরা যে বাম কংগ্রেসের সঙ্গে জোট করতে মরিয়া তা স্পষ্ট আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর কথাতেই। যদিও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলছেন আলোচনা চলছে। আলোচনা চলছে তাঁদের শরিকদের মধ্য়েও বাইরে বলার মতো এখনও কিছুই হয়নি। অন্যদিকে মহম্মদ সেলিম বলছেন, আরও উদ্যোগী হতে হবে কংগ্রেসকে। প্রদেশ কংগ্রেস যদিও বলছে হাইকমান্ডের কখা। এখন এই আবহে হুমায়ুন শেষ পর্যন্ত কী করেন সেটাই দেখার।
