Mamata Banerjee: শিয়রে লোকসভা, কোন নীল নকশা আঁকছেন মমতা? সব নজর ইনডোরের মেগা সমাবেশে
Mamata Banerjee: আগামী ২৩ নভেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে বিরাট কর্মযজ্ঞ। দলের সর্বস্তরের নেতা, জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসছেন মমতা। ২৩ তারিখ ইনডোর থেকেই কি চব্বিশের লোকসভা নির্বাচনের লক্ষ্যে কর্মসূচি ঘোষণা করতে পারেন তৃণমূল সুপ্রিমো? সেদিকেই তাকিয়ে রাজনৈতিক দলগুলি।

কলকাতা: পাঁচ রাজ্যের ভোটের মধ্যেই ২০২৪ সালের লোকসভার দামামা বেজে গিয়েছে বাংলায়। বছর ঘুরলেই লোকসভা। এদিকে উৎসবের মরশুম মিটতেই ফের রাজনৈতিক মঞ্চে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়। আগামী ২৩ নভেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে বিরাট কর্মযজ্ঞ। দলের সর্বস্তরের নেতা, জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসছেন মমতা। ২৩ তারিখ ইনডোর থেকেই কি চব্বিশের লোকসভা নির্বাচনের লক্ষ্যে কর্মসূচি ঘোষণা করতে পারেন তৃণমূল সুপ্রিমো? সেদিকেই তাকিয়ে রাজনৈতিক দলগুলি।
একশো দিনের কাজের টাকা ও আবাস যোজনার বকেয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে বাংলার শাসক শিবির। অভিষেকের নেতৃত্বে প্রতিনিধি দল দিল্লিতে গিয়েও আন্দোলনের ঝাঁঝ বাড়িয়েছে। ধরনা চলেছে কলকাতায় রাজভবনের বাইরেও। অভিষেক আগেই হুঙ্কার দিয়ে রেখেছিলেন, দাবি পূরণ না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আরও বৃহত্তর আন্দোলন সংঘটিত হবে। আর এবার উৎসবের মরশুম মিটতেই ফের রাজনৈতিক মঞ্চে তৃণমূল সুপ্রিমো।
আগামী ২৩ নভেম্বর নেতাজি ইনডোরে তৃণমূলের মেগা সমাবেশ। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগকে হাতিয়ার করে পঞ্চায়েত নেতৃত্ব থেকে শুরু করে সাংসদ-বিধায়ক-সহ সর্বস্তরের নেতাদের নিয়ে বৈঠক করবেন তৃণমূল নেত্রী। তৈরি হবে আন্দোলনের নীল নকশা। সেখানে কী বার্তা দেবেন মমতা-অভিষেক? সেই দিকেই তাকিয়ে তৃণমূল শিবির।
কিছুদিন আগেই দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধনের সময় মমতার কাছে দলের রাজ্য সভাপতি সুব্রত বকশি বলেছিলেন, ‘আপনি রাস্তায় নামুন। আপনি রাস্তায় নামলেই গোটা দল উজ্জীবিত হবে।’ এরপরই তেইশের সমাবেশ। স্বাভাবিক ভাবেই ইনডোরের রাজনৈতিক মঞ্চ থেকে মমতা কী বার্তা দেন, গোটা তৃণমূল শিবির সেদিকে তাকিয়ে।
এই সমাবেশে পঞ্চায়েত , পঞ্চায়েত সমিতি , জেলা পরিষদ , পুরসভার তরফে প্রতিনিধিদের আসতে বলা হয়েছে। কলকাতা পুরনিগমেরও সব কাউন্সিলরকে আসতে বলা হয়েছে বৈঠকে। পাশাপাশি সাংসদ-বিধায়কদেরও আমন্ত্রণ করা হয়েছে ওই মেগা সমাবেশে। এই সমাবেশের জন্য জেলা সভাপতিদের একটি প্রতিনিধি দল আনতে বলা হয়েছে। প্রতিনিধিদের পূর্ণাঙ্গ তালিকা রাজ্য সভাপতি সুব্রত বকশির দফতরে জানাতে বলা হয়েছে।
রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা, নেতাজি ইনডোরের এই মেগা সমাবেশকে হাতিয়ার করে লোকসভা নির্বাচনের আগে আরও বেশি করে জন সংযোগে জোর দেওয়ার দিকে ঝুঁকতে পারে তৃণমূল। একইসঙ্গে মিলতে পারে নতুন কর্মসূচির হদিশ। এবারের পঞ্চায়েত ভোটে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগকে হাতিয়ার করে ব্যাপক সাফল্য মিলেছে ঘাসফুল শিবিরের। আসন্ন লোকসভা ভোটেও এই একই ইস্যুকে হাতিয়ার করেই কি মাঠে নামবে তৃণমূল? বৃহস্পতিবারের সমাবেশ থেকে নেত্রী কী বার্তা দেন দলের নীচুতলার প্রতি, সেই দিকেই তাকিয় তৃণমূল শিবির।
