CM Mamata Banerjee: সরস্বতী পুজোর পরই তৃণমূলের বড় রদবদল, মমতা ফের মনে করিয়ে দিলেন, ‘সংগঠন আমিই দেখব’
CM Mamata Banerjee: বস্তুত, রদবদলের কথা প্রথম বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি এই জল্পনা আরও একবার উস্কে দিয়েছেন দলের সেকেন্ড ইন কমান্ড। সেবাশ্রয় প্রকল্প চালু করার দিন ডায়মন্ড হারবারের মাটিতে দাঁড়িয়ে অভিষেক বলেছিলেন 'রদবদল হবেই'।
কলকাতা: “আমিই চেয়ারপার্সন, আমিই দশ বছর দল চালাব।” পূর্ব মেদিনীপুরে কাঁথি সমবায় সমিতির বৈঠকে ঠিক এমনই বার্তা দিয়েছিলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূলের রদবদল নিয়েও তাৎপর্যপূর্ণ মন্তব্য মমতার। সূত্রের খবর, জেলার নেতাদের সঙ্গে বৈঠকে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন সুপ্রিমো। বলেছেন, “সংগঠন আমিই দেখব।” অর্থাৎ দলের রাশ তিনি ছাড়া আরও কারও হাতে দিচ্ছেন না সেই ইঙ্গিতই দিতে চাইলেন মমতা? তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তালিকাতে কি দেবেন সিলমোহর? উঠছে এমনই এক গুচ্ছ প্রশ্ন।
এই মুহূর্তে উত্তরবঙ্গ সফরে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গত পরশুদিন মুর্শিদাবাদে এবং মঙ্গলবার মালদহে দলের বিধায়ক ও নেতাদের সঙ্গে একটি বৈঠক সেরেছেন। জানা যাচ্ছে, মালদহ ও মুর্শিদাবাদের রুদ্ধদ্বার বৈঠকে তৃণমূল সুপ্রিমো বলেছেন, ফেব্রুয়ারিতে সরস্বতী পুজো মিটলেই এই বদল হবে। আর এই রদবদল তিনি নিজে করবেন। সূত্রের খবর, তিনি বলেছেন ব্লক ও জেলাস্তরে যে রদবদল হবে তা তিনি নিজে করবেন। এমনকী, মালদায় অনুষ্ঠান শেষে মঞ্চের পিছনে তিনি দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে বলেছেন,”আমিই সংগঠন দেখব।”
বস্তুত, রদবদলের কথা প্রথম বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি এই জল্পনা আরও একবার উস্কে দিয়েছেন দলের সেকেন্ড ইন কমান্ড। সেবাশ্রয় প্রকল্প চালু করার দিন ডায়মন্ড হারবারের মাটিতে দাঁড়িয়ে অভিষেক বলেছিলেন ‘রদবদল হবেই’। তারপর থেকে দলে চলছে আলোচনা। কারণ, এর আগে অভিষেক নিজে পারফরমেন্সের ভিত্তিতে। কিন্তু এবার রদবদল হবে কোন পথে? তা সময়ই বলবে।