Bengal Global Business Summit: মঙ্গলে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন, নিউটাউনের এই পথে চলবে না কোনও বাস
Bus Route Diversion: চিংড়িঘাটা থেকে নিউটাউন হয়ে বিমানবন্দরের দিকে যাতায়াত করে, এমন মোট দশটি বাস রুট রয়েছে। সেগুলিকে আগামিকাল সকাল ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত ভিআইপি রোড হয়ে চলাচল করবে। এছাড়া চিনার পার্কের থেকে নারকেলবাগানের দিকে যাতায়াত করা বাসগুলিকে আকাঙ্খা মোড় হয়ে ঘুরিয়ে দেওয়া হবে।

কলকাতা: নিউটাউনে বিশ্ব বাংলা কনভেশন সেন্টারে আগামিকাল থেকে শুরু হচ্ছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। ২১ নভেম্বর ও ২২ নভেম্বর চলবে এই বাণিজ্য সম্মেলন। দেশ-বিদেশের অনেক শিল্পপতিরা আসবেন। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের জন্য নিউটাউন চত্বরে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে। যান চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে। ২১ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত কোনও পণ্যবাহী গাড়ি ওই পথে চলাচল করতে দেওয়া হবে না। সকাল ৭টা থেকে মাঝরাত পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচলের ক্ষেত্রে এই কড়াকড়ি চালু থাকবে। নিউটাউন চত্বরে বিশ্ব বাংলা সরণি হয়ে বেশ কিছু বাসও চলাচল করে। সেগুলিরও যাত্রাপথ আগামিকালের (২১ নভেম্বর) জন্য পরিবর্তন করা হচ্ছে।
বিধাননগর পুলিশের তরফে ট্র্যাফিক সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে বাস চলাচলের পরিবর্তিত রুটের কথা। চিংড়িঘাটা থেকে নিউটাউন হয়ে বিমানবন্দরের দিকে যাতায়াত করে, এমন মোট দশটি বাস রুট রয়েছে। সেগুলিকে আগামিকাল সকাল ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত ভিআইপি রোড হয়ে চলাচল করবে। এছাড়া চিনার পার্কের থেকে নারকেলবাগানের দিকে যাতায়াত করা বাসগুলিকে আকাঙ্খা মোড় হয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের দিকে তাকিয়ে রয়েছে সব মহল। বিশেষ করে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রার পর থেকে এবারের বাণিজ্য সম্মেলন ঘিরে চর্চা আরও বেড়েছে। আগামিকাল ও পরশু নিউটাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে তাবড় শিল্পপতি ও উদ্যোগপতিরা উপস্থিত থাকবেন। সেই চাঁদের হাটের জন্য প্রস্তুত বিধাননগর পুলিশও। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের জন্য প্রায় দেড় হাজার পুলিশকর্মী মোতায়েন করা হবে বলে জানা যাচ্ছে।