AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MLA Humayun Kabir: আগ বাড়িয়ে কেন গেলেন? ‘টাকা বিতর্কে’ হুমায়ুনকে শোকজ তৃণমূলের

MLA Humayun Kabir: জোরাল কণ্ঠে টাকাটা ফিরিয়ে দিয়েছিলেন সন্তানহারা মা। আঙুল উঁচিয়ে তীব্র ক্ষোভের সঙ্গে বলে উঠেছিলেন “কিসের জন্য?…কিসের জন্যে এটা? এমন শোক আমায় দেখাবেন না। আমি ধৈর্য্য রাখতে পারব না।” এবার সেই হুমায়ুনের কাছে গেল দলের শোকজ নোটিস।

MLA Humayun Kabir: আগ বাড়িয়ে কেন গেলেন? ‘টাকা বিতর্কে’ হুমায়ুনকে শোকজ তৃণমূলের
তামান্নার বাড়িতে গিয়েছিলেন হুমায়ুনImage Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jun 26, 2025 | 7:17 PM
Share

কলকাতা: তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় প্রাণ গিয়েছিল ছোট্ট তামান্নার। মা সাবিনা বিবির বুকফাটা কান্না দেখছে বঙ্গবাসী। পরিবারের সদস্যদের দাবি, তাঁরা সিপিএম করেন। তাই বলি হতে হয়েছে তৃণমূলের বিজয়োল্লাসে। পরিবারকে সমবেদনা জানাতে কালীগঞ্জে দশ বছরের সেই ছোট্ট মেয়েটার বাড়ি গিয়েছিলেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। শোকবার্তা দেওয়ার সঙ্গেই দিতে গিয়েছিলেন কিছু টাকা। জোরাল কণ্ঠে তা ফিরিয়ে দিয়েছিলেন সন্তানহারা মা। আঙুল উঁচিয়ে তীব্র ক্ষোভের সঙ্গে বলে উঠেছিলেন “কিসের জন্য?…কিসের জন্যে এটা? এমন শোক আমায় দেখাবেন না। আমি ধৈর্য্য রাখতে পারব না।” এবার সেই হুমায়ুনের কাছে গেল দলের শোকজ নোটিস। 

কেন দলের অনুমতি না নিয়ে সেখানে গিয়ছিলেন? কারণ দর্শাতে হবে হুমায়ুন। সূত্রের খবর, এদিন হুমায়ুনকে এই চিঠি দিয়েছেন দলের রাজ্য সভাপতি হুমায়ুন কবীর। তা নিয়েই এখন জোরদার চর্চা চলছে রাজনৈতিক মহলে। ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে হুমায়ুনকে। তার মধ্যেই দিতে হবে জবাব। 

কালীগঞ্জ বিধানসভায় বিপুল ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। প্রায় ৫০ হাজারের মার্জিনে জেতেন। ফল বের হতেই বিজয়োল্লাসে ফেটে পড়েন এলাকার তৃণমূল কর্মীরা। এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রায় ৪০ থেকে ৫০টি বোমা ছোড়া হয়েছিল। তামান্নার বাড়ি লক্ষ্য করেও ছোড়া হয় বোমা। তাতেই মৃত্য়ু। সেই তামান্নার বাড়িতেই একদিন আগে গিয়েছিলেন হুমায়ুন। কিন্তু কেন দলকে না জানিয়ে তিনি এই পদক্ষেপ করবেন? জানতে চাইছেন সুব্রতরা।