Chief Minister Mamata Banerjee: মা-মাটি-মানুষকে শুভেচ্ছা তৃণমূল সুপ্রিমোর, বিশাল জয়ে মমতা-অভিষেককে কুর্নিশ সায়নীর

Chief Minister Mamata Banerjee: বঙ্গবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করেছেন ফেসবুক পোস্ট।

Chief Minister Mamata Banerjee: মা-মাটি-মানুষকে শুভেচ্ছা তৃণমূল সুপ্রিমোর, বিশাল জয়ে মমতা-অভিষেককে কুর্নিশ সায়নীর
শুভেচ্ছা মমতা-সায়নীরImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 11, 2023 | 9:57 PM

কলকাতা: গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে গোটা রাজ্যেই সিংহভাগ আসনে জয়ী হয়েছে তৃণমূল (Trinamool Congress) প্রার্থীরা। এখনও পর্যন্ত যে আসনগুলিতে গণনা শেষ হয়েছে তার প্রায় ৮০ শতাংশ আসনেই দেখা গিয়েছে ঘাসফুল ঝড়। তাতেই উচ্ছ্বসিত টুইট তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষের (Sayani Ghosh)। টুইটে লিখলেন, ‘তৃণমূলে আস্থা রাখার জন্য বাংলার মা মাটি মানুষকে প্রণাম জানাই। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মডেল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব ও লক্ষ লক্ষ পার্টি কর্মীদের পরিশ্রমের ফসল হিসাবেই এই বিশাল জয় সম্ভব হয়েছে। আমরা আমাদের সাধ্যমত জনগণের সেবা দিয়ে যাব। জয় বাংলা!’

বঙ্গবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে লিখেছেন, ‘সকল মা-মাটি-মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গ্রাম বাংলায় পুনরায় বিকশিত জোড়াফুল। এই পঞ্চায়েত নির্বাচনে আপনাদের অভূতপূর্ব সমর্থন, অকুণ্ঠ ভালবাস এবং অপার আশীর্বাদে আমি তথা আমার গোটা তৃণমূল কংগ্রেস পরিবার কৃতজ্ঞ।’

ফেসবুকে মমতা আরও লিখেছেন, ‘এই জয় আমার প্রণম্য গণদেবতার জয়। এই নির্বাচন আবারও প্রমাণ করলো, বাংলার মানুষের হৃদয়ে তৃণমূল কংগ্রেসই আসীন।’ রাজ্যে গ্রাম পঞ্চায়েতে মোট আসনের সংখ্যা ৬৩, ২২৯। পঞ্চায়েত সমিতিতে আসনের সংখ্যা ৯ হাজার ৭৩০, জেলা পরিষদে আসনের সংখ্যা ৯২৮।